পুলিশের বিরুদ্ধে অভিযোগ না নেওয়ার অভিযোগ

0
77

নিজস্ব সংবাদদাতা,বালুরঘাটঃ অভিযোগ পুলিশ অভিযোগ নিচ্ছে না।
দক্ষিণ দিনাজপুর জেলায় রয়েছে মোট আটটি থানা। কম বেশি প্রতিদিনই নানান অভিযোগ নিয়ে থানায় আসেন সাধারণ মানুষ। চুরি, প্রতারণা, খুন, পথ দুর্ঘটনা সহ নানান অভিযোগ জানাতে একমাত্র ভরসা পুলিশ প্রশাসন। অভিযোগ, বিগত বেশকিছুদিন ধরে দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট থানা সহ অন্যান্য সাতটি থানাতে নেওয়া হচ্ছে না সেভাবে কোন অভিযোগ। এমনকি মামলা যাতে না করে তার জন্য দেওয়া হচ্ছে নানান হুমকি। আবার কখন কখন মোটা টাকার বিনিময়ে মামলা আগেই মিটিয়ে নেওয়ার অভিযোগ উঠছে। খুনের ঘটনা ঘটলেও তাকে অন্য কিছু বলে চালানো হচ্ছে। এমত অবস্থা সাধারণ মানুষ পুলিশের কাছে বিচার না পেয়ে আদালতের দ্বারস্থ হচ্ছেন। আদালতের মাধ্যমে পুলিশের কাছে অভিযোগ করা হচ্ছে।
এদিকে আদালতের মাধ্যমে মামলা করতে গেলে সাধারণ মানুষকে হতে হচ্ছে নানা হয়রানির শিকার। বছর খানেক আগেও জেলার আটটি থানা মিলে ২ হাজার মত অভিযোগ দায়ের হত। তা বর্তমানে ৫০০ তে এসে পৌঁছেছে। এর প্রতিবাদে এদিন বিকেলে জেলা পুলিশ সুপারের কাছে লিখিত আকারে অভিযোগ দায়ের করে দক্ষিণ দিনাজপুর ডিস্ট্রিক অ্যাডভোকারস বার অ্যাসোসিয়েশান। পুরো বিষয়টি খতিয়ে দেখার আবেদন জানানো হয় পুলিশ সুপারের কাছে।

যদিও পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, অনেক সময় দেখা যায় সাজানো ও মিথ্যে মামলা করা হয় পুলিশের কাছে। মামলা নেওয়ার পর অভিযোগ মিথ্যে প্রমাণিত হলে সেই মামলা বাতিল করে দেওয়া হতে পারে।
এবিষয়ে দক্ষিণ দিনাজপুর ডিস্ট্রিক অ্যাডভোকারস বার অ্যাসোসিয়েশানের সম্পাদক তথা আইনজীবী বিদ্যুৎ কুমার রায় জানান, শুধু বালুরঘাট থানা নয় জেলার সব কটি থানায় সেভাবে নেওয়া হচ্ছে না কোন অভিযোগ। ফলে সাধারণ ন্যায় ও বিচার পেতে আদালতের দ্বারস্থ হচ্ছে। আদালতের মাধ্যমে পুলিশের কাছে মামলা রুজু করা হচ্ছে। আদালতের মাধ্যমে মামলা করতে সাধারণ মানুষকে নানান সমস্যার সন্মুখীন হতে হচ্ছে। তাই তারা এই বিষয়টি লিখিত আকারে পুলিশ সুপারের কাছে জানালেন এদিন। সাধারণ মানুষের অভিযোগ যাতে নেওইয়া হয় তার দাবি জানিয়েছেন তারা।
অন্য দিকে জেলা পুলিশ সুপার প্রসূন ব্যানার্জী জানান, আইনজীবীদের সঙ্গে তার কথা হয়েছে। ওনারা তার কাছে কিছু বিষয় তুলে ধরেছেন। তা খতিয়ে দেখা হচ্ছে। এবং সেই বিষয়ে ব্যবস্থা নেওয়া হচ্ছে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here