রাজ্যস্তরের ক্যারাটে প্রতিযোগিতায় জেলার খেলোয়াড়দের চরম সাফল্য

0
106

তপন চক্রবর্তী,উত্তর দিনাজপুরঃ

karate competition
নিজস্ব চিত্র

সম্প্রতি মেদিনীপুরের তমলুকে অনুষ্ঠিত রাজ্য স্তরের ক্যারাটে প্রতিযোগিতায় উত্তর দিনাজপুরের জয়জয়কার।জানা যায় মেদিনীপুরের তমলুকে অনুষ্ঠিত সিগো কাই ক্যারাটে চ্যাম্পিয়নশিপ প্রতিযোগিতায় উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ মার্শাল আর্ট ক্যারাটে ক্লাবের ১৫জন ক্যারাটে প্রতিযোগী বিভিন্ন বিভাগে ২৫ টি পুরস্কার পেয়েছে।রায়গঞ্জ মার্শাল আর্ট ক্যারাটে ক্লাবের শিক্ষক উৎপল দাস জানান তাদের প্রতিষ্ঠানের ১৫জন ছাত্র ছাত্রী রাজ্য স্তরের ক্যারাটে খেলায় অংশগ্রহণ করে ব্যাপক সাফল্য পেয়েছে।সফল ছাত্র ছাত্রীরা হল সমৃদ্ধি মজুমদার,পৃথা সাহা,অভিপ্রিয় সরকার,কস্তুরী চ্যাটার্জি,সিভ মরুঙ্গটা,অতনু দেবনাথ,অর্কপ্ৰভ ঘোষ,প্রশান্ত রজক,রাজেশ হালদার,সিধানকো ঘোষ,শাশ্বতী ঘোষ,সুদাম চৌধুরী রাজ্য সরকার ও করিস রায় লাল।প্রতিষ্ঠানের অপর শিক্ষক ও শিক্ষিকা সুজয় সাহা এবং পাপিয়া সাহা বলেন ছাত্র ছাত্রীরা মোট ১০ টা সোনা,১১টা ব্রোঞ্জ এবং ৪টি সিলভার পেয়েছে বলে জানান।সুজয় সাহা বলেন এই অসাধারন সাফল্যের জন্য রায়গঞ্জ এবং কালিয়াগঞ্জে সম্বর্ধনা দেওয়া হবে।গত ২২ ও ২৩শে ডিসেম্বরে মেদিনীপুরের তমলুকে এই রাজ্য স্তরের প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

আরও পড়ুনঃ কালনার পর্যটন উৎসবের শুভ উদ্বোধন

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here