নিজস্ব সংবাদদাতা,পশ্চিম মেদিনীপুরঃ
দাসপুর থানার সোনাখালিতে ভাইঝিকে অ্যাসিড মারার অভিযোগ জেঠুর বিরুদ্ধে। দাসপুর পুলিশের তৎপরতায় গ্রেপ্তার জেঠু।ভাইজির নাম দেবপর্ণা পাল জানা।জেঠু দিলিপ পাল।
অভিযোগ,১৪ মে দুপুরে দাসপুর ২ ব্লকের সোনাখালীর বাবার বাড়িতে ছিলেন দেপর্না দেবী।স্নান সেরে বেরোতেই জেঠু ভাইঝিকে লক্ষ্যকরে ছুঁড়ে দেয় অ্যাসিড। কিছুক্ষণের মধ্যেই সারা শরীর জ্বলতে থাকে।মা পাড়া প্রতিবেশিদের সহযোগিতায় আক্রান্ত মেয়েকে নিয়ে ছোটেন স্থানীয় সোনাখালী হাসপাতালে।অবস্থার অবনতি দেখে আহতকে ঘাটাল হাসপাতালে স্থানান্তরিত করা হয়।
ঘটনার গুরুত্ব বুঝে ঘাটালের এসডিপিও কল্যাণ সরকার ঘটনাস্থলে পৌঁছে যান। দাসপুর পুলিশ অভিযুক্ত দিলীপ পালকে গ্রেপ্তার করেছে।
জেলা পুলিশ সুপার অলোক রাজোরিয়া জানান,ঘটনার পূর্নাঙ্গ তদন্ত শুরু হয়েছে।
আরও পড়ুনঃ টাকা নিয়ে বচসা,স্বামীর হাতে খুন স্ত্রী
জানা গেছে,দেবপর্নার দেবীর বাবা মারা গেছেন বাড়িতে মা ও এক বোন। কয়েকবছর হল অভিযুক্ত দিলীপ পাল বাড়িতে এসেছে।জানা গেছে ল,দিলিপ বাবু আগে বাইরেই থাকতেন খাতা সারার কাজ করতেন। পারিবারিক অশান্তি বাড়তে থাকে দেবপর্ণার বাবার মৃত্যুর পরে।দেবপর্ণার মা ববী দেবির অভিযোগ ভাসুর চায়না সে আর তার স্বামীর বাড়িতে থাকুক।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584