স্কুলে এসে অ্যাসিডে আক্রান্ত পড়ুয়া

0
106

খালিদ মুজতবা,মুর্শিদাবাদঃ

স্কুলে এসে অ্যাসিডে মুখ পুড়লো এক স্কুল ছাত্রের। ঘটনাটি ঘটেছে রাণীনগর থানার অন্তর্গত মরিচা মদনপুর গ্রামে। ঘটনার পর আতঙ্ক ছড়িয়েছে স্কুলের অন্যান্য পড়ুয়াদের মধ্যে।

Acid invaded student
আক্রান্ত আরশ শেখ।নিজস্ব চিত্র

গত ২৩শে এপ্রিল মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রে ভোট অনুষ্ঠিত হয়েছে। মদনপুর শিশু শিক্ষা কেন্দ্রটি ভোট দানের বুথ হিসেবে ব্যবহৃত হয়েছিল। ভোট শেষ হলে গতকাল স্কুল খুলতে গিয়ে যত বিপত্তি ঘটে৷ চতুর্থ শ্রেণীর ছাত্র আরশ শেখ ক্লাস ঘরের দরজা খুলতেই একটি অ্যাসিডের বোতল তার মুখে ছিটকে পড়ে। অ্যাসিড পড়ে আরশ এর মুখ,গলা ও হাতে। চিৎকার করতে করতে স্কুল থেকে বেরিয়ে আসে। চিৎকার শুনে ছুটে আসে আশে পাশের ছাত্র-ছাত্রী ও শিক্ষিকারা। এবং আজ ছাত্রটিকে প্রথমে রানীনগর গোধনপাড়া প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে আসা হয়েছে।

আরশ এর মা জানালেন, এ ঘটনায় যে বা যারা জড়িত তাদের যেন উপযুক্ত শাস্তি হয় এবং কারো সঙ্গে যেন এরকম ঘটনা না ঘটে সে জন্য উপযুক্ত ব্যবস্থা নেওয়ার অনুরোধ রাখলেন প্রধান শিক্ষিকার কাছে।

আরও পড়ুনঃ বচসা থেকে আক্রমণ,মৃত তৃণমূল কর্মী,অভিযোগের তীর বিজেপির দিকে

প্রধান শিক্ষিকা সবিতা সরকার জানালেন, তিনি এ বিষয়ে রানীনগর ২ ব্লকের বিডিও কে জানাবেন এবং অনুরোধ করবেন যে বা যারা অ্যাসিডের বোতল ফেলে রেখে গেছেন তাদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হোক।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here