মোহনা বিশ্বাস, ওয়েব ডেস্কঃ
প্রয়াত হলেন অভিনেতা তথা প্রাক্তন সাংসদ অরবিন্দ ত্রিবেদী। জনপ্রিয় হিন্দি ধারাবাহিক ‘রামায়ণ’-এ রাবণ-এর চরিত্রে অভিনয় করতে দেখা গেছে তাঁকে। এই চরিত্রের মধ্যে দিয়ে দর্শকের কাছে অমর হয়ে থাকবেন তিনি। বেশ কয়েকদিন ধরে শারীরিক অসুস্থতায় ভুগছিলেন অরবিন্দ ত্রিবেদী।
মঙ্গলবার গভীর রাতে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় তাঁর। মৃত্যুকালে অভিনেতার বয়স হয়েছিল ৮২ বছর। আজ, বুধবার শেষকৃত্য সম্পন্ন হয় তাঁর। অভিনেতার প্রয়াণে শোকস্তব্ধ অভিনয় জগৎ। সোশ্যাল মিডিয়ায় শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শোকপ্রকাশ করেছেন সুনীল লাহিড়ীও।
অরবিন্দ ত্রিবেদীর প্রয়াণে টুইটারে শোকবার্তা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী লেখেন, “আমরা অভিনেতা অরবিন্দ ত্রিবেদীকে হারালাম। তিনি শুধু ভাল অভিনেতাই ছিলেন না, বিভিন্ন সময়ে রাজনৈতিক নেতা হিসেবে মানুষের পাশেও দাঁড়িয়েছেন। হিন্দি ধারাবাহিক রামায়ণ-এ তাঁর অভিনয় তাঁকে যুগযুগান্তর ধরে স্মরণীয় করে রাখবে। এহেন কিংবদন্তী অভিনেতার প্রয়াণে তাঁর পরিবার ও শুভানুধ্যায়ীদের সহানুভূতি জানাই।”
We have lost Shri Arvind Trivedi, who was not only an exceptional actor but also was passionate about public service. For generations of Indians, he will be remembered for his work in the Ramayan TV serial. Condolences to the families and admirers of both actors. Om Shanti. pic.twitter.com/cB7VaXuKOJ
— Narendra Modi (@narendramodi) October 6, 2021
আরও পড়ুনঃ এবছরেও হবে না কার্নিভাল, সাংস্কৃতিক অনুষ্ঠানেও নিষেধাজ্ঞা জারি রাজ্যের
উল্লেখ্য, অরবিন্দ ত্রিবেদী দীর্ঘ ৪০ বছরের অভিনয় জীবনে বহু অনবদ্য কাজ উপহার দিয়েছেন দর্শকদের। তাঁর অভিনয়ের জন্য পেয়েছেন একাধিক সরকারি পুরস্কারও। অভিনয়ের পাশাপাশি রাজনৈতিক জগতেও তাঁর যথেষ্ট কৃতিত্ব রয়েছে। ১৯৯১ থেকে ১৯৯৬ পর্যন্ত তিনি বিজেপি সাংসদ ছিলেন।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584