নবনীতা দত্তগুপ্ত, বিনোদন ডেস্কঃ
সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন অভিনেতা গৌরব রায়চৌধুরী। ফিরেছেন কাজেও। কপালে ফোঁড়া আর তার থেকে ইনফেকশন নিয়ে হাসপাতালে ভর্তি ছিলেন গৌরব। ইনফেকশন কমে গেছে। ফোঁড়াও পালিয়েছে। কিন্তু বোন টিউমারে আক্রান্ত গৌরব। তবে, ভয়ের কিছু নেই। তাই নতুন উদ্যমে কাজে ফিরেছেন ‘ওগো নিরুপমা’ ধারাবাহিকের কেন্দ্রীয় পুরুষ চরিত্র আবির থুড়ি গৌরব রায়চৌধুরী।
হাসপাতালে থাকাকালীনই জন্মদিন ছিল সৌরভের। হাসপাতালের সেবিকাদের উদ্যোগে সেখানেই কেক কেটে বার্থ ডে সেলিব্রেট করেন গৌরব।
হাসপাতালে থাকাকালীন নিউজ ফ্রন্টকে গৌরব জানান- “ভাল আছি। তেমনভাবে খুব একটা অসুস্থ নই তো, তাই বাড়ি ফিরেই কাজে চলে যাব। ঘরে বসে থাকতে পারব না। অনেকদিন লাইট, ক্যামেরা, অ্যাকশন থেকে দূরে রইলাম অসুস্থতার কারণে। হাঁপিয়ে উঠেছি। প্রোডাকশন থেকে ছুটি নিতে বলেছিল। কিন্তু আমি ছুটি চাই না। তা ছাড়া ছুটি নিলে শুটিঙেও অসুবিধা হবে।হাতের বায়োপসি হয়ে গেছে। আগামী মাসে সার্জারি।”
আরও পড়ুনঃ হাসপাতালে ভর্তি বলিউড অভিনেতা নাসিরুদ্দিন শাহ, আইসিইউতে রয়েছেন দিলীপ কুমার
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584