মোহনা বিশ্বাস, বিনোদন ডেস্কঃ
গোটা বিশ্বে করোনা ধীরে ধীরে মহামারীর আকার ধারণ করছে। ভারতে করোনায় আক্রান্তের সংখ্যা হাজার ছাড়িয়েছে। স্তব্ধ হয়েছে জনজীবন। করোনার প্রভাব পড়েছে বাংলাদেশেও।
এই মারণ ভাইরাসের সংক্রমণ থেকে বাঁচতে ৪ঠা এপ্রিল পর্যন্ত বাংলাদেশের সব জায়গাতেই ছুটি ঘোষণা করা হয়েছে। ঘরবন্দি থাকারও নির্দেশ দিয়েছে সরকার।
আরও পড়ুনঃ মুখ্যমন্ত্রীকে চিঠি ভারতীর
এমতাবস্থায় দুঃস্থদের ত্রাণ বিতরণ করতে এগিয়ে এলেন বাংলাদেশের অভিনেতা হিরো আলম। নিজ জেলা বগুড়ায় শেরপুর ও নন্দীগ্রাম এলাকার ৫০০ জন দুঃস্থ মানুষকে চাল, ডাল নিত্যপণ্যসহ বিতরণ করেন তিনি। আশরাফুল আলম ওরফে হিরো আলম বলেন, তিনি নিজেও দরিদ্র পরিবারের সন্তান ছিলেন।
তাই তিনি গরিবের কষ্টটা বোঝেন। তিনি তার সামর্থ্য মত দুঃস্থদের যতটুকু সাহায্য করার করেছেন। হিরো আলম চান এই সংকটজনক পরিস্থিতিতে দরিদ্র মানুষের পাশে দাঁড়াতে এগিয়ে আসুক সমাজের বিত্তবান মানুষরাও।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584