নবনীতা দত্তগুপ্ত, বিনোদন ডেস্কঃ
দিনকয়েক আগে জন্মদিনে বড় চমক দিয়েছিলেন অভিনেতা সৌরভ দাস। সক্রিয় রাজনীতিতে যোগদান করার খবর দিয়েছিলেন তিনি। এবার এই একই পথের পথিক হলেন টেলিভিশনের জনপ্রিয় অভিনেতা কৌশিক রায়। তবে, দুজনের রঙ আলাদা। সৌরভের যোগদান তৃণমূলে। আর কৌশিক যোগদান করলেন বিজেপি-তে।
২৯ জানুয়ারি শুক্রবার তাঁর জন্মদিন। আর এদিনই গেরুয়া শিবিরে নিজের নাম লেখানোর কথা ঘোষণা করলেন স্টার জলসার ‘খড়কুটো’ ধারাবাহিকের বাবিন। টেলি দুনিয়ায় তাঁর অভিষেক ঘটেছে অনেকদিন।
ওয়েব সিরিজেও কাজ করেছেন কৌশিক। বড়পর্দাতেও পা রেখেছেন তিনি৷ এবার একটু অন্য ভূমিকায়।
আরও পড়ুনঃ ১ ফেব্রুয়ারি থেকে নির্বাচনী প্রচারে ঝাঁপিয়ে পড়ার নির্দেশ তৃণমূল সুপ্রিমো’র
এবারের বিধানসভা ভোটে বিনোদন দুনিয়ার সক্রিয়তা তুঙ্গে। কেউ শাসক দলে যোগ দিচ্ছেন কেউ বা পদ্মে। কেউ আবার বামেদের ঘাঁটি পুনরায় উজ্জীবিত করতে ব্যস্ত৷ সবমিলিয়ে ভোটের বাজার সরগরম।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584