শুভম বন্দ্যোপাধ্যায়, কলকাতাঃ
সিনেমায় সুযোগ দেওয়ার নামে প্রতারণার ঘটনা আগেও ঘটেছে। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই তা দেখা যেত, যুক্ত আছেন বিভিন্ন বাইরের লোকজন। টলিউড ইণ্ডাস্ট্রিতে এই প্রথম একজন অভিনেত্রী ও তার এক সঙ্গীকে বিপুল প্রতারণার অভিযোগে গ্রেফতার করল পুলিশ। শুধু তিনিই নন, তার সঙ্গে যুক্ত আছেন আরও বেশ কয়েকজন। তাদের সন্ধানে খোঁজ চালাচ্ছে চারু মার্কেট থানার পুলিশ।
ধৃত ওই অভিনেত্রীর নাম তিতাস ঘোষ। তার সঙ্গী সুজয় ভুঁইয়াকেও গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারের খবর প্রকাশ্যে আসতেই বাতিল করা হয় আর্টিস্ট ফোরামে দু’জনের সদস্যপদ।
প্রাথমিক ভাবে চারু মার্কেট থানায় কিছুদিন আগে অভিযোগ জানান নদীয়ার বাসিন্দা এক ব্যক্তি। তার অভিযোগের ভিত্তিতে তিতাস ঘোষ, সুদীপ্ত ব্যানার্জি, সুজয় ভুঁইয়া, পারমিতা ভুঁইয়া, সৌমিক স্যানাল, সুশান্ত ভট্টাচার্য-সহ আরও কয়েক জনের নামে ভারতীয় দণ্ডবিধির ১২০ বি, ৪২০, ৪৬৭, ৪৬৮ এবং ৪৭১ ধারায় মামলা রুজু করা হয়েছে। যে অভিযোগকারী চারু মার্কেট থানায় অভিযোগ করেন, তিনি এই ৬ জনের নাম জানিয়েছিলেন।
আরও পড়ুনঃ বিশ্বভারতীর কর্মসচিবের সুবিচার চেয়ে আদালতে মামলা অধ্যাপকের
ঘটনার তদন্তে নেমে অভিনেত্রীকে ২৫ আগস্ট থেকে জেরাও করা হয়। তাকে সমস্ত টাকা ফেরত দিতে নির্দেশ দেওয়া হয়। কিন্তু তারপরেও ওই অভিনেত্রী কোনওরকম গুরুত্ব দেয়নি। এরপরেই তাকে ও তার ওই সঙ্গীকে গ্রেফতার করা হয়।
পুলিশ জানিয়েছে, টলিউড ইন্ডাস্ট্রিতে ফিল্ম ও সিরিয়ালে অভিনয়ের সুযোগ করে দেওয়ার নামে পোর্টফোলিও বানানোর নামে একাধিক তরুণ-তরুণীর কাছে প্রচুর পরিমাণ টাকা হাতিয়েছে অভিযুক্তরা। এখনও পর্যন্ত ১৯ জনের একটি তালিকা পাওয়া গিয়েছে, যাঁরা এখনও পর্যন্ত ২৩ লক্ষ টাকা প্রতারিত হয়েছেন বলে জানা গিয়েছে। আরও কেউ প্রতারিত হয়েছেন কি না, তার খোঁজ চালাচ্ছে পুলিশ।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584