এবার ছোটপর্দায়

0
275

নবনীতা দত্তগুপ্ত, বিনোদন ডেস্কঃ

না, এবার নয়। এর আগেও ছোটপর্দায় তাঁকে দেখেছে দর্শক। ‘বিষবৃক্ষ’ ধারাবাহিকে অভিনয় করেন দেবশ্রী রায়৷ শুধু তাই নয়, হিন্দিতে সম্প্রচারিত ‘মহাভারত’-এও গান্ধারীর চরিত্রে অভিনয় করেন তিনি। এরপর লম্বা ব্রেক ছোটপর্দা থেকে। বড় পর্দায় কাজ করেছেন অবশ্য। এবার আবার অনেকদিন পর ছোটপর্দায় ফিরছেন অভিনেত্রী৷ স্নেহাশিস চক্রবর্তীর হাত ধরে বাংলা ধারাবাহিকে ফিরছেন তিনি।

Debashree Roy | newsfront.co

সূত্রের খবর অনুযায়ী, এই ধারাবাহিকে থাকবেন একঝাঁক নতুন অভিনেতা। থাকতে পারেন মনোজ ওঝা, মৌমিতা গুপ্ত, মহুয়ার মতো অভিজ্ঞ অভিনেতারাও। প্রায় দশ বছর পর অভিনয়ে ফিরছেন অভিনেত্রী তথা রায়দিঘির প্রাক্তন বিধায়ক দেবশ্রী রায়।

Debashree Roy | newsfront.co

সূত্রের খবর অনুযায়ী, এক প্রথম সারির সংবাদ মাধ্যমকে তিনি জানান- “দশ বছর অভিনয় থেকে দূরে। নিজের ইচ্ছেতেই ভিন্ন ধারার কাজে ব্যস্ত ছিলাম। এখন মনে হচ্ছে, সঠিক সিদ্ধান্ত নিইনি। রাজনীতি আমার জন্য নয়। ক্যামেরার সঙ্গে জন্ম থেকে বন্ধুত্ব। অভিনয়ই আমার উপযুক্ত ক্ষেত্র।’’

Snehasis | newsfront.co

সেই অনুযায়ী স্নেহাশিসের ডাক পেতেই তিনি এক কথায় রাজি। জাতীয় পুরস্কার জয়ী অভিনেত্রীর দাবি, ‘‘চিত্রনাট্য শুনে ভাল লেগেছে। চলতি ধারাবাহিকের থেকে এক দম ভিন্ন স্বাদের গল্প। আমার চরিত্রের যথেষ্ট গুরুত্ব আছে। ফলে, রাজি হয়েছি।”

আরও পড়ুনঃ করোনা আক্রান্ত হয়ে প্রয়াত প্রখ্যাত সেতারবাদক পণ্ডিত দেবব্রত চৌধুরী

সূত্রের খবর অনুযায়ী, ৭০ দশকের ফেলে আসা সহজ সরল জীবনের এক সাধারণ মেয়ের চরিত্রে অভিনয় করবেন দেবশ্রী রায়। গল্পের নায়িকা তিনিই। দুই প্রজন্মের সেতু বন্ধন করবে এই ধারাবাহিক। মে মাস থেকে শুটিং শুরু। ধারাবাহিকের নাম জানা যায়নি এখনও।

প্রসঙ্গত, স্নেহাশিস চক্রবর্তী এবং তাঁর প্রযোজনা সংস্থা ‘ব্লু’জ’-এর হাত ধরেই ছোটপর্দায় ডেবিউ করলেন ইন্দ্রাণী দত্ত। এবার দীর্ঘদিন পর আরও এক অভিনেত্রীকে ছোটপর্দায় ফেরানোর যজ্ঞে শামিল হলেন প্রযোজক স্নেহাশিস চক্রবর্তী।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here