ওয়েবডেস্ক, নিউজফ্রন্ট: দিদি রঙ্গোলি চান্ডেলের পাশে দাঁড়িয়ে অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত সরকারকে পরামর্শ দিলেন টুইটারকে ‘ধ্বংংস’ করার। টুইটারকে ব্যান করার সঙ্গে সঙ্গে তিনি সরকারকে টুইটারের মত নিজস্ব সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম খোলার পরামর্শও দিয়েছেন।
উল্লেখ্য কঙ্গনা রানাওয়াতের দিদি রঙ্গোলি চান্ডেলের বিরুদ্ধে টুইটারে সাম্প্রদায়িক উস্কানিমূলক পোস্ট করার অভিযোগ ওঠে। রঙ্গোলির ঘৃণা বক্তব্যের (হেট স্পিচ) পরই টুইটার তাঁর একাউন্টকে ব্লক করে। তারপরই রঙ্গোলি মন্তব্য করেন, “টুইটারের প্ল্যাটফর্ম আমেরিকান এবং অত্যন্ত পক্ষপাতমূলক। তার সঙ্গে ভারতবিরোধীও।”
Dear @Twitter gencocide calls from a verified account. Suspend. pic.twitter.com/lLUvEKdBcz
— Swati Chaturvedi (@bainjal) April 16, 2020
রঙ্গোলীর টুইটার একাউন্ট বন্ধ করে দেওয়ার পরেই ইনস্টাগ্রামে কঙ্গনা রানাওয়াত এক ভিডিও বার্তায় মন্তব্য করেন তাঁর বিরুদ্ধে দেশে ‘মুসলিম গণহত্যা’ শুরু করার জন্য উস্কানি মূলক বক্তব্য দেওয়ার যে অভিযোগ উঠছে সেটা পুরোপুরি ভিত্তিহীন।
कोरोना वायरस भारत की दूसरे नंबर की सबसे बड़ी समस्या है।
जाहिल जमाती अभी भी पहले नंबर पर बना हुआ है।#jahiljamati
— Babita Phogat (@BabitaPhogat) April 15, 2020
তার পরেই তিনি সরকারকে টুইটার বন্ধ করার পরামর্শ দেন। একই সঙ্গে তিনি ববিতা কুমারি ফোগাটের বিতর্কিত বক্তব্যকেও সমর্থন করেন।(ছবি সংগৃহীত)
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584