মা হলেন পিয়ালি মুখার্জি

0
473

নবনীতা দত্তগুপ্ত, বিনোদন ডেস্কঃ

পুত্র সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী পিয়ালি মুখার্জি। শহরের আজ এক বেসরকারি হাসপাতালে পুত্র সন্তানের জন্ম দিলেন তিনি। নিজেই সোশ্যাল মিডিয়ায় দিয়েছেন পোস্ট। স্বামী তাপস সাহার সঙ্গে আবেগঘন পোস্ট দিয়েছেন তিনি। তবে, সদ্যোজাতর ছবি এখনও সোশ্যাল মিডিয়ায় আনেননি তিনি।

Piyali Mukherjee | newsfront.co
ছবিঃ ফেসবুক

বাংলা টেলিভিশনের পরিচিত মুখ পায়েলের। অগ্নিপরীক্ষা থেকে শুরু করে ভালোবাসা ডট কম সহ আরও বহু ধারাবাহিকে গুরুত্বপূর্ণ চরিত্রে তাঁকে পেয়েছেন দর্শক৷ এবার তিনি একেবারে অন্য দায়িত্বে বহাল হলেন। যে দায়িত্ব বড় স্নেহের, বড় আদরের।

প্রসঙ্গত, বছর কয়েক পিয়ালিকে সেভাবে টেলিভিশনে কাজ করতে দেখা যায়নি৷ স্বামী কর্মসূত্রে থাকেন লন্ডনে। স্বামীর সঙ্গে সেখানেই ছিলেন পিয়ালি। সম্প্রতি ফিরেছেন কলকাতায়। আর তারপরই নিজের জীবনের সেরা প্রাপ্তির কথা ভাগ করে নিলেন সকলের সঙ্গে।

আরও পড়ুনঃ বলিউডে ডেবিউ পরিচালক কৌশিক গাঙ্গুলির

ট্রেন্ড ধরে রাখতে ঘন ঘন বেবি বাম্পের ছবিও তিনি পোস্টাননি সোশ্যাল মিডিয়ায়। আসল সুখবরটা দিলেন নতুন সদস্য আসার পর। পিয়ালি ও তাঁর সন্তান এবং অন্যান্য সদস্যের জন্য রইল অনেক শুভেচ্ছা ও শুভকামনা।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here