নবনীতা দত্তগুপ্ত,বিনোদন ডেস্কঃ
বুদ্ধদেব দাশগুপ্তর পর আরও এক বিনোদন জগতের সম্পদ হারাল টলিউড। প্রয়াত অভিনেত্রী স্বাতীলেখা সেনগুপ্ত। প্রখ্যাত নাট্যকার রুদ্রপ্রসাদ সেনগুপ্তর স্ত্রী স্বাতীলেখা সেনগুপ্তর মৃত্যুকালে বয়স হয়েছিল ৭১ বছর। কিডনির সমস্যায় ভুগছিলেন তিনি। শহরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি ছিলেন। আজ দুপুরে সেখানেই মৃত্যু হয় তাঁর।
সূত্রের খবর, ২২ মে কিডনির সমস্যার কারণে তাঁকে শহরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। টানা ২৫ দিন চিকিৎসা চলে তাঁর। আজ বুধবার দুপুরেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। ১৯৮৪ সালে সত্যজিৎ রায় পরিচালিত ছবি ‘ঘরে বাইরে’-র মাধ্যমে বড় পর্দায় ডেবিউ করেন অভিনেত্রী। ছবিতে তাঁর সহ অভিনেতা হিসেবে ছিলেন সৌমিত্র চট্টোপাধ্যায়। পরে অবশ্য দীর্ঘদিন বড় পর্দায় দেখা যায়নি তাঁকে। থিয়েটারের মঞ্চে দাপিয়ে বেড়িয়েছেন তিনি।
বহুদিন পর পরিচালক শিবপ্রসাদ মুখোপাধ্যায় এবং নন্দিতা রায় পরিচালিত ‘বেলাশেষে’ ছবিতে তিনি অভিনয় করেন। সেখানেও তাঁর স্বামীর চরিত্রে সৌমিত্র চট্টোপাধ্যায়। বক্স অফিসে সাড়া জাগায় এই ছবি। ‘বরফ’ নামের একটি বাংলা ছবিতেও অভিনয় করেন স্বাতীলেখা সেনগুপ্ত। সঙ্গে ছিলেন ইন্দ্রাণী হালদার, শতাফ ফিগার।
আরও পড়ুনঃ পথ দুর্ঘটনায় চলে গেলেন ‘গন গার্ল’ খ্যাত লিসা বেনস
সৌমিত্র-স্বাতীলেখা জুটি ফের অভিনয় করেছেন পরিচালক শিবপ্রসাদ মুখোপাধ্যায় এবং নন্দিতা রায়ের আসন্ন ছবি ‘বেলাশুরু’-তে। করোনার দ্বিতীয় ঢেউয়ের জেরে এখনও প্রেক্ষাগৃহে মুক্তি পায়নি ‘বেলাশুরু’। ছবি মুক্তির আগেই চিরবিদায় নিলেন অভিনেত্রী। আগেই চলে গিয়েছেন সৌমিত্র চট্টোপাধ্যায়। ফের একবার স্বজনহারা টলিউড।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584