নবনীতা দত্তগুপ্ত, বিনোদন ডেস্কঃ
না না, বিষয়টা অতটা জটিল নয়। অভিনেত্রী তনিমা সেন পথে নেমেছেন নিয়ম ভাঙতে বা অসুখকে সাদরে বরণ করতে নয়। তিনি রাস্তায় বেরিয়েছেন পথের সারমেয়দের মুখে খাবার তুলে দিতে।
তিনটে ডাব্বায় নিয়েছিলেন চিকেন, ভাত আর ডাল। সেগুলি খাওয়ালেন রাস্তার সারমেয়দের। তনিমা ভোলেননি কাক-পক্ষীর কথাও। তাদেরকে খাওয়ালেন বিস্কুট। এরপর এক বৃদ্ধাকে কিনে দিলেন তার প্রয়োজনীয় ওষুধপত্র৷
সারা বিশ্বে আজকের এই বিপদের দিনে তিনি সবেতন ছুটি দিয়েছেন ড্রাইভারকে। তাই প্রয়োজনে ঘর থেকে বেরোতে হলে নিজেই ধরেন স্টেয়ারিং।
আরও পড়ুনঃ সাংবাদিকদের সুরক্ষায় উদ্যোগী অভিনেতা
তনিমা সেনের এহেন উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসার দাবি রাখে। আজ ‘করোনা’র কারণে নয়, অভিনেত্রীর এহেন মানসিকতা এবং উদ্যোগ সম্বন্ধে ওয়াকিবহাল তাঁর পরিচিত সকলেই।
আসুন না, আমরাও একটু হেঁটে দেখি তনিমা সেনের পথে। পাশে দাঁড়াই কোনও অসহায় বৃদ্ধার কিংবা রাস্তার অসহায় পশু-পাখিদের। তবেই হবে জয়।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584