মা হতে চলেছেন তনুশ্রী, অনুমতি না নিয়ে খবর প্রকাশে ক্ষুব্ধ মা ভবতারিণী

0
387

নবনীতা দত্তগুপ্ত, বিনোদন ডেস্কঃ

মা হতে চলেছেন অভিনেত্রী তনুশ্রী ভট্টাচার্য বসু। ‘করুণাময়ী রানী রাসমণি’ ধারাবাহিকে মা ভবতারিণীর চরিত্রে তাঁকে দেখছে দর্শক। একইসঙ্গে ‘কি করে বলব তোমায়’ ধারাবাহিকেও সোহিনী ম্যাডামের চরিত্রে অভিনয় করছেন তিনি৷

Rani Rashmoni
তনুশ্রী ভট্টাচার্য বসু

কদিন আগেই নিউজ ফ্রন্ট লাইভে তিনি এসেছিলেন অভিনেত্রী। সেদিন অবশ্য নিজের জীবনের এই পরম আনন্দের কথা ভাগ করে নেননি তিনি। একান্তই ব্যক্তিগত বিষয়। তাই কটা দিন অপেক্ষা করে জানাতে চেয়েছিলেন তিনি৷ তবে, সুখবর বেশিদিন চাপা থাকে না।

Tanusri Bhattacharya Basu
রানী রাসমণি’ ধারাবাহিকে মা ভবতারিণীর চরিত্রে

কোনও এক সংবাদ মাধ্যম তাঁর জীবনের এই পরম সুখের খবরটি কোনওভাবে জানতে পেরে তাঁকে ফোন না করেই প্রকাশ করে ফেলে। তাতে অবাক হন অভিনেত্রী। অবাক হওয়ার কথা জানিয়ে পোস্ট দেন নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে।

এরপর নিউজ ফ্রন্ট তাঁকে ফোন করলে তিনি জানান- “আমি জানাতাম তোমাদের সবাইকে। তবে আর কদিন পর। আমরা তো সাধারণ মধ্যবিত্ত ঘরের মেয়ে, আমরা মা-ঠাকুমাদের নির্দেশ মেনে আজও চলতে অভ্যস্ত৷ তাঁরাই বারণ করেছিলেন তিন মাসের আগে এই খবর কারোকে না দিতে। সেই মতোই চলছিলাম। তবে, আমার কাজের জায়গায় আমাকে জানাতে হয়েছিল। না হলে ওরা আমাকে টেক কেয়ার করতে পারবে না। অত ভারী গয়না পরে আমি মা ভবতারিণীর লুকে আসি। ফলে আমাকে জানাতেই হত। এখন গয়না খুলে বসি যখন শট থাকে না। যেভাবেই হোক সেই সংবাদ মাধ্যম আমার জীবনের এই সুখবরটি জেনেছেন। ভাল কথা। কিন্তু প্রকাশের আগে একবার ফোন করলে খুশি হতাম। খবর প্রকাশের দৌড়ে যাকে নিয়ে খবরটি প্রকাশ করা হচ্ছে তিনি এই খবরটি প্রকাশ করতে চান কি চান না সেটা জেনে নেওয়া দরকার। হ্যাঁ সত্যিই আমি মা হতে চলেছি। ভাল আছি। সাবধানে আছি। মা ভবতারিণীর চরিত্রে অভিনয় করতে করতেই এই সুখবর দিলাম নিজেকে নিজে। মায়ের কৃপা বলেই মনে করি আমি।”

আরও পড়ুনঃ আবারও মা হতে চলেছেন নেহা ধুপিয়া, বেবি বাম্পের ছবি পোস্ট করলেন সোশ্যাল মিডিয়ায়

কদিন পরই কাজ থেকে ছুটি নেবেন তনুশ্রী। এবং সেটা অনেকদিনের৷ সেই সময় চ্যানেল সোহিনী ম্যাডাম এবং মা ভবতারিণীর চরিত্র দুটির জন্য অন্য কারোকে আনবে নাকি ট্র‍্যাক বন্ধ রাখবে তা এক বড় প্রশ্ন। সময় জানান দেবে সব। প্রসঙ্গত, তনুশ্রীর স্বামী শমিক বসু বাংলা মেগা সিরিয়ালের পরিচালক। ‘পাণ্ডব গোয়েন্দা’, ‘প্রথমা কাদম্বিনী’র মতো অসংখ্য মেগা সিরিয়ালের পরিচালনা করেছেন শমীক।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here