প্রকাশিত আদর্শ ছাত্র জীবন

0
151

সুদীপ কুমার খাঁড়া,পূর্ব মেদিনীপুরঃ-
রবিবার পূর্ব মেদিনীপুরের রঘুনাথবাড়ীর বেড়াবেড়িয়া হিন্দু মিলন মন্দির সভাকক্ষে এক ঘরোয়া অনুষ্ঠানে প্রকাশিত হলো শিক্ষক ড.বিভাস মন্ডলের লেখা “আদর্শ ছাত্র জীবন” গ্রন্থটি।

প্রকাশনার মূহুর্তে

গ্রন্থটি উদ্বোধন করলেন তাম্রলিপ্ত মহাবিদ্যালয়ের অধ‍্যাপক পরমেশ আচার্য। বৈষ্ণব সাহিত্য নিয়ে
গবেষণা করে এ বছর ৮ই মার্চ সাম্মানিকভাবে বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয় থেকে পি.এইচ.ডি ডিগ্রী পান বিভাস মণ্ডল। তিনি পূর্ব মেদিনীপুর জেলার হরশংকর গড়কিল্লা শান্তময়ী হাইস্কুলের বাংলা ভাষা ও সাহিত্যের সহশিক্ষক।
‘আদর্শ ছাত্রজীবন’ মূলত ছাত্রছাত্রীদের চারিত্রিক বিকাশলাভের উদ্দেশ্যে লেখা।বর্তমান ক্ষয়িষ্ণু সমাজব্যবস্থার বিপথগামী ছাত্র-যুবদের সঠিক পথ দেখাতে তাঁর এই প্রচেষ্টা। অধ্যাপক ব্রহ্মময় নন্দ
তাঁর মুখবন্ধে লিখেছেন, “লেখক ছাত্রজীবনে বিদ্যার্থীর লক্ষ্য,বিদ্যার্থীর করণীয় বিষয়,শারীরিক ও মানসিক বিকাশ সাধন,শিষ্টাচার ও আচরণ বিধি,সুকুমার প্রবৃত্তির বিকাশ,সেবাধর্ম, দেশাত্মবোধ, শৃঙ্খলা,সহিষ্ণুতা, মানসিক মূল্যবোধের বিষয়ে দৃষ্টি দিয়েছেন।”
সোমা ভট্টাচার্য বইয়ের বিষয়ের দিকে খেয়াল রেখে ব্যঞ্জনাময় প্রচ্ছদ এঁকেছেন। বইটির প্রকাশক জ্বলদর্চি প্রকাশনী।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here