এবার বাংলাদেশে পা রাখল আড্ডা টাইমস

0
186

মোহনা বিশ্বাস, ওয়েব ডেস্কঃ

ভারত ছাড়িয়ে এবার বাংলাদেশ পাড়ি দিল আড্ডা টাইমস মিডিয়া প্রাইভেট লিমিটেড। আড্ডা টাইমসের এই নতুন পদক্ষেপে সহযোগিতা করেছে সংস্থা এলিয়ানজ হোল্ডিংস। আড্ডা টাইমসের কর্ণধারদ্বয় রাজীব মেহেরা ও নিশপাল সিং রানে এলিয়ানজ ইন্টারন্যাশনাল হোল্ডিংস লিমিটেড-এর সঙ্গে তাঁদের গাঁটছড়া বাঁধার কথা ঘোষণা করেন।

Addantimes | newsfront.co

আড্ডা টাইমস পূর্ব ভারতে এক সাড়া জাগানো নাম। এবার তারা বাংলাদেশেও প্রভাব বিস্তার করতে চলেছে। বাংলাদেশ হল এমন একটি দেশ যেখানে প্রায় সব মানুষই বাংলা ভাষা বোঝেন। তাই আড্ডা টাইমস তাদের রঙ বেরঙের সাজি নিয়ে পৌঁছে গিয়েছে ওপার বাংলার দর্শকের কাছে।

Addantimes | newsfront.co

এলিয়ানজ হোল্ডিংস হল আড্ডা টাইমস-এর ওয়েব এন্টারটেইনমেন্ট সার্ভিসেস। অর্থাৎ আড্ডা টাইমস প্ল্যাটফর্মের টেলিকম ও প্রচারক সংস্থা হল এলিয়ানজ হোল্ডিংস। যা আড্ডা টাইমসকে দেশে ছড়িয়ে পড়তে সাহায্য করবে। এ বিষয়ে আড্ডা টাইমসের কর্ণধার রাজীব মেহেরা বলেন, কথোপকথনের জনপ্রিয়তার দিক থেকে বাংলা ভাষা পৃথিবীর মধ্যে অষ্টম স্থান অধিকার করে এবং বাংলাদেশ হল এমন একটি দেশ যেখানে বাংলা ভাষার চল সর্বত্র।

আরও পড়ুনঃ মুম্বইয়ের মিউজিক্যাল জার্নিতে কলকাতার সুদীপ্তা

যেহেতু ওপার বাংলার দর্শকের চাহিদা সম্পর্কে এলিয়ানজ-এর একটা সুগভীর ধারণা রয়েছে সেহেতু এই চুক্তিটি ছিল অবশ্যম্ভাবী। আড্ডা টাইমসের ডিরেক্টর ও কো-প্রোমোটর নিশপাল সিং-এর কথায় এলিয়ানজ হোল্ডিং-এর সঙ্গে গাঁটছড়া বাঁধায় আনন্দিত আড্ডা টাইমসের সকল সদস্য। এবার থেকে ওপার বাংলার দর্শকরাও আড্ডা টাইমসের বিনোদন উপভোগ করতে পারবেন। বাংলাদেশের দর্শকের বিনোদন তৃপ্তির জন্য সমস্তরকম উপকরণ মজুত রেখেছে আড্ডা টাইমস।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here