নিজস্ব সংবাদদাতা, মুর্শিদাবাদঃ
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী চিনকে দেশে ঢোকার সুযোগ করে দিচ্ছেন। সোমবার মোদীর বিরুদ্ধে এই ভাষাতেই তোপ দাগলেন অধীর চৌধুরী। এদিন প্রধানমন্ত্রীকে নিশানা করে অধীর জানান, ‘ভারতীয় সৈনিকদের উপর অত্যাচারের বদলা যখন দেখতে চাইছে ভারতবাসী, তখন দেশের প্রধানমন্ত্রী সর্বদলীয় বৈঠকে বলছেন চিনা সেনারা আমাদের দেশে প্রবেশ করেনি। এমনকি আমাদের কোন অংশ দখল করেনি চিনারা। অথচ প্রতিরক্ষামন্ত্রী বলছেন চীনাদের উপর বদলা নিতে হবে। কিন্তু প্রধানমন্ত্রী সে কথা মানতে নারাজ যে ভারতীয় সেনাদের উপর চীনা সেনারা আক্রমণ করেছেন।’
অধীর চৌধুরী বলেন, ‘যদি তারা আক্রমণ নাই করে থাকেন, তাহলে কীভাবে ভারতের এতগুলো সৈনিক শহিদ হল। উপগ্রহের মানচিত্রে দেখা যাচ্ছে চিনারা এদেশে ঢুকে গেছে। সেখানে তারা বড় বড় ঘাঁটি তৈরি করছে। এই অবস্থায় প্রধানমন্ত্রীর এই বক্তব্য বড়ই দুর্ভাগ্য জনক।
আরও পড়ুনঃ সায়ন্তন বসু সহ শতাধিক বিজেপি নেতা কর্মীর বিরুদ্ধে মামলা পুলিশের
চিনের সরকার বলছে আমরা ভারতে প্রবেশ করিনি। সেই একই কথা বলছেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রীর কাছে অনুরোধ যখন সিদ্ধান্ত নেবেন তখন আপনার সরকার এবং প্রতিরক্ষামন্ত্রী সকলে মিলে একই কথা বলুন। দেশের মানুষ বুঝতে পারছে না কোনটা ঠিক কোনটা ভুল।’ এদিন অধীর আরও বলেন, ‘যখন দেখছি মৃতদেহগুলো আমাদের, তখন তো আমরা বুঝতেই পারছি আমাদের উপর হামলা হয়েছে।’
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584