রিচা দত্ত,মুর্শিদাবাদঃ
প্রয়াত হলেন সাংসদ অধীর রঞ্জন চৌধুরীর স্ত্রী অর্পিতা চৌধুরী। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪৮ বছর। অর্পিতা চৌধুরীর ভাই তথা বহরমপুর টাউন তৃনমূল সভাপতি অরিত মজুমদার জানান দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন তার দিদি অর্পিতা চৌধুরী।অসুস্থ থাকার ফলে গত ডিসেম্বর মাসে কলকাতার একটি বেসরকারী হাসপাতালে তার অপারেশন হয়। তারপরে সেখান থেকে সুস্থ অবস্থায় বহরমপুরের গোরাবাজার “চৌধুরী ভিলা” বাড়িতে নিয়ে আসা হয়।
হঠাৎই সোমবার রাত্রি ৯টা নাগাদ নিজের বাড়িতেই ফের অসুস্থ হয়ে পড়েন।সঙ্গে সঙ্গে তাকে বহরমপুরের একটি বেসরকারী হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়। মঙ্গলবার ভোর ৫টা নাগাদ চিকিৎসক তাকে মৃত বলে ঘোষনা করেন।সকাল ৯টা নাগাদ অর্পিতা চৌধুরীর মরদেহ শায়িত রাখা হয় নিজস্ব বাস ভবনে। উপস্থিত ছিলেন বহরমপুর বিধায়ক মনোজ চক্রবর্তী সহ অন্যান্যরা।এমনকি কংগ্রেসে থাকাকালীন বেশিরভাগ অধীর ঘনিষ্টরা এদিন হাসপাতাল ও বাসভবনে উপস্থিত ছিলেন।সূত্রের খবর সাংসদ অধীর চৌধুরী ঘটনার খবর পেয়ে দিল্লী থেকে রওনা দিয়েছেন।উল্লেখ্য বহরমপুর সাংসদ অধীর চৌধুরীর সঙ্গে অর্পিতা চৌধুরীর বিয়ে হয় ১৯৮৭ সালে।যদিও বেশ কয়েক বছর ধরে তাদের দাম্পত্য জীবনে দূরত্ব অনেকটাই বেড়ে যায়।
আরও পড়ুন: কেন্দ্রের নির্দেশিকা খারিজ, সিবিআই ডিরেক্টর পদে পুনর্বহাল অলোক বর্মা
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584