তৃণমূলের ভোট লুঠ করার লোক থাকবে না,দল বদলের সভায় মত অধীরের

0
512

রিচা দত্ত,মুর্শিদাবাদঃ

Adhir on election meeting
নিজস্ব চিত্র

আবারও তৃনমূল ছেড়ে কংগ্রেসে যোগদান মুর্শিদাবাদে।শনিবার দুপুরে বহরমপুর জেলা কংগ্রেস কার্যালয়ে প্রায় ৩৫০জন তৃনমূল কর্মী তৃনমূল ছেড়ে কংগ্রেসে যোগদান করেন। এদিন তাদের হাতে কংগ্রেসের দলীয় পতাকা তুলে দেন অধীর রঞ্জন চৌধুরী।

Adhir on election meeting
নিজস্ব চিত্র

মুর্শিদাবাদের বড়ঞা থেকে প্রায় ২৫০জন তৃনমূল কর্মী ও কান্দীর মহালন্দী থেকে ১০০জন আদিবাসী সম্প্রদায়ের লোকেরা তৃনমূল ছেড়ে কংগ্রেসে যোগদান করেন।অদিবাসী সম্প্রদায়ের লোকেরা জানায় যে তাদের জব কার্ড দেওয়ার জন্য তৃনমূলের পক্ষ থেকে টাকা নেওয়া হয় এবং আবাস যোজনায় ঘর দেওয়ার জন্য নেওয়া হয় ২০হাজার টাকা।

আরও পড়ুনঃ লড়াইয়ে চ্যালেঞ্জ নিয়ে প্রচারে প্রত্যয়ী অধীর,মিলছে মানুষের সাড়াও

Adhir on election meeting
নিজস্ব চিত্র

এছাড়াও তাদের পানীয় জলের ব্যবস্থা করা হয়নি। ডিপটিউবয়েলের জল তাদেরকে পান করতে হয়। পঞ্চায়েতকে বললে তারা গুরুত্ব দেন না।তাই তারা তৃনমূল ছেড়ে কংগ্রেসে যোগদান করেছেন।

পাশাপাশি এদিন অধীর চৌধুরী অভিযোগ করে বলেন তৃনমূল নেতাদের জেলার এসপি বলেছেন আগামী ১২ তারিখ পর্যন্ত আমাকে কেউ সরাতে পারছেন না। ১২ তারিখ পড়ে আমি যেখানেই থাকি না কেন সেখান থেকে এই জেলার ভোট করাবো আর অধীর চৌধুরীকে হারাবো।

তৃনমূলের ভরসা মস্তান আর পুলিশ।আমাদের ভরসা মানুষ।ওরা পুলিশকে বলছে তোমরা আমাদেরকে কিছু বুথ লুঠ করে দিও। আমরা বলেছি মুর্শিদাবাদের মানুষ পঞ্চায়েতে ভোট দিতে পারেনি।এবার যদি কেউ ভোট কারতে আসে সে বাংলার পুলিশ হোক আর তৃনমূলের মস্তানই হোক তাদের আস্ত ঠ্যাং খুঁজে পাওয়া যাবে না।

মুর্শিদাবাদের মানুষ এবার গন অভ্যুত্থান করবে। তারা তাদের হারানো অধিকার ফিরিয়ে আনবেই।২৯ তারিখ আসা পর্যন্ত তৃনমূলের ভোট লুঠ করার মতো লোক থাকবে না। কারণ ডিসেম্বর মাস থেকে হাজারে হাজারে মানুষ তৃনমূল থেকে কংগ্রেসে যোগদান করছে।

ফলে তৃনমূলের দেহ থেকে রক্ত বেড়িয়ে যাচ্ছে। তৃনমূল এখন অ্যানিমিক পেশেন্ট হয়ে গেছে।তারা রক্ত হীনতায় বা রক্তপ্লতায় ভুগছে। তাই ২৯ তারিখের পর,তোদের কোথায় পাঠাবো তোরা ভেবে নিয়ে যা করার কর এমনই উক্তি করেন অধীর।

বহরমপুরের টাউন ইন্সপেক্টরকে হুমকি দিয়ে বলেন তিনি নাকি বলেছেন ভোটের আগের দিন সব ছারখার করে দেবেন।এই ছারখার করে দেব কথাটা যদি টাউন বাবু আর একবার বলেন তাহলে তাকে থানার মধ্যে ঘিরে রাখার হুমকি দিয়েছেন অধীর।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here