নিজস্ব সংবাদদাতা, মুর্শিদাবাদঃ
বহরমপুর জেলা কংগ্রেস কার্যালয়ে আজ এক সাংবাদিক বৈঠক করলেন বহরমপুর সংসদ সদস্য অধীর রঞ্জন চৌধুরী। এদিন তিনি বলেন, মেট্রো ডেয়ারি এক অতি নামী সংস্থা। সেটিকে জলের দরে বিক্রি করে দেওয়া হয়েছে বেসরকারি সংস্থাকে। তাই তিনি এর বিরুদ্ধে সরব হয়ে হাইকোর্টে মামলা করেন ও ইডির হস্তক্ষেপ দাবি করেন।

সেই প্রেক্ষিতেই তিন আমলাকে তলব করা হয়েছে। তৃণমূল কোন টেন্ডার না ডেকেই তা চুপিসারে বিক্রি করে দিয়েছেন বলেও অভিযোগ করেন লোকসভার পরিষদীয় দলনেতা।
আরও পড়ুনঃ সাংসদের গ্রেফতারের দাবির প্রতিবাদে মিছিল বিজেপির
এ তদন্তের সঠিক বিচার না হলে আরও জোড়ালো তদন্তের দাবি জানাবেন বলে সাংবাদিক বৈঠকে জানান তিনি। এদিন অধীর চৌধুরীর উপস্থিতিতেই বিজেপি ও তৃণমূল ছেড়ে শতাধিক কর্মী কংগ্রেসে যোগদান করেন।তাদেরকে দলীয় পতাকা হাতে তুলে দেন সাংসদ স্বয়ং।
নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584