নিজস্ব সংবাদদাতা, মুর্শিদাবাদঃ
করোনা আবহে বুধবার ডক্টরস ডে উপলক্ষে ডাক্তারদের কুর্নিশ জানালেন অধীর চৌধুরী। বুধবার জেলা কংগ্রেস কার্যালয়ে ড: বিধানচন্দ্র রায়ের প্রতিকৃতিতে মাল্যদান করে শ্রদ্ধা জানালেন বহরমপুরের সাংসদ। এরপর মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতাল গিয়ে এম.এস.ভি.পি. অধ্যাপক ড: শর্মিলা মল্লিককে ফুলের স্তবক ও স্মারক প্রদান করলেন তিনি।
অধীর বাবু জানান, ‘যেভাবে ডাক্তাররা দিনের পর দিন করোনা আক্রান্তদের পাশে থেকে তাদের চিকিৎসা করে চলছেন, তা অকল্পনীয়। তাই আজকের এই দিনটিতে ওনাদের একটু সম্মান দিতে ফুলের স্তবক ও স্মারক প্রদান করলাম। তাদের প্রতি কৃতজ্ঞতা জানাতে এই উদ্যোগ।’
অপরদিকে মুর্শিদাবাদ লোকসভার সাংসদ আবু তাহের খান এম এস ভি পি সহ যে সমস্ত মেডিক্যাল স্টাফ ছিলেন বিভিন্ন বিভাগ থেকে, তাদের উত্তরীয় পরিয়ে ফুল উপহার ও মিষ্টির প্যাকেট দিয়ে সম্বোধন করলেন।
তিনি জানান, ‘মুখ্যমন্ত্রী বহরমপুরের এই ডাক্তারদের কাজে যথেষ্ট সাধুবাদ জানিয়েছেন। যেভাবে ডাক্তাররা অক্লান্ত পরিশ্রম করে সারাদিন ধরে রোগীদের সেবা করে যাচ্ছেন মূলত করোনা আক্রান্তদের, যেভাবে সুস্থ করে তুলছেন, তা অত্যন্ত প্রশংসনীয়। আজকের এই বিশেষ দিনটিতে ওনাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে সম্মান প্রদান করা হল দলের পক্ষ থেকে।’
আরও পড়ুনঃ শিলিগুড়ি জেলা হাসপাতালের রোগীদের ফল বিতরণ পর্যটনমন্ত্রীর
ডাক্তারদের পক্ষ থেকে অর্থোপেডিক ডক্টর এ.এন.রায় জানালেন, ‘আজকের দিনে যেভাবে ডাক্তারদের সংবর্ধনা দেওয়া হল এবং ওনাদের কাজকে সাধুবাদ জানানো হল, তাতে ওনারা অত্যন্ত খুশি।’
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584