করোনা সংক্রমণের চিকিৎসা ব্যবস্থা নিয়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীকে কড়া হুঁশিয়ারি অধীরের

0
49

নিজস্ব সংবাদদাতা, মুর্শিদাবাদঃ

করোনা পরিস্থিতি নিয়ে বাহ্যিক যে চেহারা সেই তুলনায় আভ্যন্তরীণ পরিস্থিতি অত্যন্ত খারাপ এমনটাই জানালেন সাংসদ অধীর রঞ্জন চৌধুরী। পশ্চিমবঙ্গে সংক্রমণের হার যে হারে বাড়ছে সেই তুলনায় চিকিৎসার যে পদ্ধতি তা অত্যন্ত খারাপ।

adhir ranjan chowdhury | newsfront.co
ফাইল চিত্র

উপরিভাগে যে পরিস্থিতি লক্ষ্য করা যাচ্ছে সেই তুলনায় স্বাস্থ্য দফতরের পক্ষ থেকে যে চিকিৎসা করা হচ্ছে তার গুণগত মান তুলনামূলক কম। দিল্লিতে যেখানে সংক্রমিতদের সেরে ওঠার হার ৯০ শতাংশ সেই জায়গায় পশ্চিমবঙ্গে সেরে ওঠার হার ৬০ থেকে ৬৫ শতাংশ। তৃণমূল সরকার ছেলেভুলানো বেশ কিছু পদক্ষেপ নিচ্ছে। মুর্শিদাবাদ মেডিকেল কলেজ এবং সাগর দত্ত হাসপাতালের অধ্যক্ষদের সরিয়ে করোনা পরিস্থিতিকে ঠেকানো কখনোই সম্ভব নয়।

আরও পড়ুনঃ করোনা রোগীর নিরাপত্তার খাতিরে ডিসচার্জ সার্টিফিকেটে ‘নেগেটিভ’ লেখার নির্দেশ নবান্নর

সরকারি হাসপাতালে জায়গা না পেয়ে মানুষ বেসরকারি হাসপাতালে ছুটছে চিকিৎসার জন্য। সেখানে তাদের কাছ থেকে গলাকাটা দর নেওয়া হচ্ছে। তাই মুখ্যমন্ত্রীকে সরাসরি হুঁশিয়ারি দিয়ে অধীর রঞ্জন চৌধুরী ওনাকে শোধরানোর কথা বলেন।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here