নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ারঃ
করোনা আবহে চিকিৎসকদের ভুমিকা দেখে ভবিষ্যতে চিকিৎসক হওয়ার সিদ্ধান্ত নিয়েছে রাজ্যে উচ্চমাধ্যমিকে সম্ভাব্য চতুর্থ অধিরাজ কার্জী। উচ্চ-মাধ্যমিকের ফল প্রকাশের পরই খুশির জোয়ার কলকাতা থেকে রাজ্যের জেলা গুলোতে। রাজ্যে প্রথম স্থানাধিকারীর মোট প্রাপ্ত নম্বর ৪৯৯।

আলিপুরদুয়ারের ৪ নং ওয়ার্ডের মধ্যপাড়ার বাসিন্দা অধিরাজ কার্জী ৪৯৫ নম্বর পেয়ে তাক লাগিয়েছে জেলা থেকে রাজ্যে। আলিপুরদুয়ারের ম্যাকউইলিয়াম উচ্চতর বিদ্যালয়ের ছাত্র অধিরাজ কার্জী। এই খবর ছড়িয়ে পড়তেই খুশির উচ্ছ্বাস ছড়িয়ে পড়ে আলিপুরদুয়ারের মধ্যপাড়ায়। শুভেচ্ছা জানাতে পাড়া – প্রতিবেশী থেকে শুরু করে স্কুলের প্রধান শিক্ষক সকলেই উপস্থিত ছিলেন।
পিতা অশ্বিনী কুমার কার্জী পেশায় আলিপুরদুয়ার থানায় কর্তব্যরত পুলিশ কর্মচারী। বেশির ভাগ সময় পড়াশোনা মা ঝর্না কার্জীই দেখতেন। এদিন অধিরাজ কার্জী বলেন, “আমি খুবই আনন্দিত। আমি বেশির ভাগ দিনই ১২ ঘন্টা করে পড়তাম।
আরও পড়ুনঃ মাধ্যমিকে ষষ্ঠ স্থানাধিকারীর বাড়িতে গিয়ে শুভেচ্ছা জানালেন শ্রমমন্ত্রী
পড়াশোনার পাশাপাশি তবলা ও আর্টে ডিপ্লোমা করেছি। ভবিষ্যতে ডাক্তার হয়ে মানুষের সেবায় নিজেকে নিয়োজিত করতে চাই।” অন্যদিকে পিতা অশ্বিনী কুমার কার্জী এবং মা ঝর্না কার্জী কৃতি ছেলের এই ফলাফল দেখে খুবই উচ্ছ্বসিত।
এদিন রেজাল্ট জানার পরেই আলিপুরদুয়ার শহরের মধ্যপাড়ায় অধিরাজদের বাড়িতে ছুটে গিয়েছেন জেলা শাসক সুরেন্দ্র কুমার মীনা, মহকুমা শাসক শ্রী রাজেশ, আলিপুরদুয়ারের বিধায়ক সৌরভ চক্রবর্তী, জেলা তৃণমূলের সভাপতি মৃদুল গোস্বামি সহ অন্যান্য প্রশাসনিক আধিকারিকরা।
মুখ্যমন্ত্রীর শুভেচ্ছা বার্তা এদিন অধিরাজ ও তার পরিবারের হাতে তুলে দেন জেলা শাসক সুরেন্দ্র কুমার মীনা।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584