কোচবিহারে নতুন করে কন্টেইনমেন্ট জোন ঘোষণা প্রশাসনের

0
34

মনিরুল হক, কোচবিহারঃ

করোনা আক্রান্ত হওয়ায় কোচবিহার ২ নম্বর ব্লকের কালারায়ের কুঠি গ্রামের একটি বাড়িকে কন্টেইনমেন্ট জোন করলো প্রশাসন। আজ জেলা স্বাস্থ্য দফতর ও প্রশাসনের পক্ষ থেকে গিয়ে ওই বাড়িটিকে বাঁশ দিয়ে ঘিরে কন্টেইনমেন্ট জোন ঘোষণা করেছে।

village | newsfront.co
নিজস্ব চিত্র

জানা গিয়েছে, গতকাল কোচবিহার জেলায় নতুন করে ৬ জন করোনা আক্রান্ত হয়। এরমধ্যে মেখলিগঞ্জে ৪ জন আক্রান্ত হয়েছেন। ইতিমধ্যেই মেখলিগঞ্জের ১ ও ৭ নম্বর ওয়ার্ডকে কন্টেইনমেন্ট জোন ঘোষণা করা হয়েছে।

health worker | newsfront.co
নিজস্ব চিত্র

আরও পড়ুনঃ নবনিযুক্ত টিআইসিকে ঘিরে বিক্ষোভ গ্রামবাসীদের

মাথাভাঙার শীতলখুচি এলাকার এক আক্রান্তকে ইতিমধ্যেই কোচবিহার কোভিড হাসপাতালে ভর্তি করা হয়েছে। কোচবিহার ২ নম্বর কালারায়ের কুঠি গ্রামেও এক আক্রান্তের হদিশ মেলায় এদিন সেখানেও কন্টেইনমেন্ট জোন ঘোষণা করা হয়েছে।

কোচবিহার জেলায় এখনও পর্যন্ত মোট করোনা আক্রান্তের সংখ্যা ৩০৮ জন। এরমধ্যে সুস্থ হয়েছেন ২৯৮ জন। এখনও পর্যন্ত চিকিৎসাধীন রয়েছেন ১০ জন বলে জেলা প্রশাসনের দেওয়া তথ্য অনুযায়ী জানা গিয়েছে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here