সুদীপ পাল,বর্ধমানঃ

বাস মালিকরা যে সিদ্ধান্ত নিয়েছেন তাতে প্রশাসন বিরূপ হবেন। উভয় পক্ষের সংঘাত এবার মুখোমুখি এবং ভয়ংকর রূপ নিতে চলেছে। বর্ধমান ডিস্ট্রিক্ট বাস অ্যাসোসিয়েশন সিদ্ধান্ত নিয়েছে যে, আগামী ৬ ফেব্রুয়ারি থেকে বর্ধমান শহরের ভিতর দিয়েই দক্ষিণ দামোদরের সমস্ত বাস চলবে।
বাস মালিকরা অভিযোগ করে বলছেন, শহরের ভিতরে শুধু টাউন সার্ভিস এবং স্কুল বাস চলার কথা। কিন্তু দেখা যাচ্ছে বেশ কয়েকটি রুটের বাস নিয়মিতভাবে বর্ধমান শহরের ভিতর দিয়ে চলাচল করছে। এক্ষেত্রে প্রশাসন কোনো রকম পদক্ষেপ নিচ্ছে না। তাই বাধ্য হয়েই মালিকদের এই সিদ্ধান্ত বলে জানা যায়।
আরও পড়ুন: রাস্তায় ধ্বস কসবা-পানাগড় রুটে বন্ধ বাস
দক্ষিণ দামোদরের বাস তেলিপুকুর মোড় থেকে বাইপাসের পরিবর্তে বীরহাটা হয়ে আলিশা বাসস্ট্যান্ডে ঢোকানোর সিদ্ধান্ত নিয়েছে। সংগঠনের এগজিকিউটিভ মেম্বার শান্তনু বসু বলছেন, বর্ধমান শহরের টাউন সার্ভিস বাসের সংখ্যা ৫২টি।
এই শহরের ভেতর দিয়ে চলাচল করার কথা কিন্তু প্রশাসনের নির্দেশ না মেনে শহরের বাইরে এই বাস চলছে এবং প্রশাসন এ নিয়ে সম্পূর্ণভাবে নির্বিকার। তিনি অভিযোগ করে বলেন, বিষয়টি একাধিকবার প্রশাসনের নজরে আনার চেষ্টা করেও কোনো রকম লাভ হয়নি। তাই এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।
প্রশাসনকে চ্যালেঞ্জ করে আগামী ৬ তারিখ থেকে বীরহাটার উপর দিয়েই বাসস্ট্যান্ডে বাস ঢোকানোর সিদ্ধান্ত নিল বাস মালিক সংগঠন।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584