পেঁয়াজের মূল্যবৃদ্ধি রোধে সব্জি বাজারগুলিতে নজরদারি প্রশাসনের

0
20

শিবশঙ্কর চ্যাটার্জ্জী, দক্ষিণ দিনাজপুরঃ

সারা রাজ্য জুড়ে রাজ্য সরকার পেঁয়াজের মুল্যবৃদ্ধি রোধে স্বচেষ্ট। রাজ্যের বিভিন্ন বাজার গুলিতে চলছে নজরদারি। দক্ষিণ দিনাজপুর জেলাতেও পেঁয়াজের দাম কমাতে উদ্যোগী হল দক্ষিণ দিনাজপুর জেলা প্রশাসন। সে কারণে জেলাশাসক আজ জেলার টাস্কফোর্সকে নিয়ে দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট শহরের বিভিন্ন বাজারগুলিতে অভিযান চালান।

Administration checking to vegetable market | newsfront.co
কাঁচাবাজারে টহল। নিজস্ব চিত্র

অভিযানে জেলা শাসকের সাথে ছিলেন দুই অতিরিক্ত জেলাশাসক রঞ্জন কুমার ঝা এবং প্রণব ঘোষ। এছাড়াও ছিলেন জেলা তথ্য সংস্কৃতি দফতরের আধিকারিক শান্তনু চক্রবর্তী-সহ অন্যান্য আধিকারিকরা।

আরও পড়ুনঃ শ্বশুরের উদ্যোগে বিধবা বৌমার বিয়ে

আজ জেলাশাসক বালুরঘাটের বাজারগুলিতে পেঁয়াজ-সহ অন্যান্য কাঁচা সব্জীর দাম যাচাই করেন এবং জেলাশাসকের সাথেই টাস্কফোর্স দলে থাকা মেট্রোলজি দফতরের আধিকারিকরা বিভিন্ন দোকানগুলিতে সঠিক পরিমাণে জিনিস দেওয়া হচ্ছে কিনা সে বিষয়ে খোঁজ নিতে দোকানগুলির পরিমাপক যন্ত্র খতিয়ে দেখেন।

জানা গেছে, আজ একইভাবে জেলার অন্যান্য ব্লক গুলিতে এসডিও, বিডিওরা একই অভিযানে নেমেছেন। পেঁয়াজের মুল্যবৃদ্ধি রোধে জেলা প্রশাসনের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে জেলার সাধারণ মানুষ।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here