মনিরুল হক, কোচবিহারঃ
রাজার শহরের শ্রীবৃদ্ধিতে উদ্যোগ গ্রহণ করল কোচবিহার জেলা প্রশাসন। এই লক্ষ্যে দীঘিগুলি সংস্কারের কাজে উদ্যেগী হয়েছে তাঁরা। এক সময়ে দিঘীর শহর হিসাবে পরিচিত ছিল কোচবিহার। কালের বিবর্তনে অনেক দীঘি বুজে গিয়ে গড়ে উঠেছে বসতি।

দীঘি শুধুমাত্র পরিবেশের ভারসাম্যকে রক্ষা করার জন্য নয়, শহরের সৌন্দর্য্য এবং পানীয় জলের সংকট মেটাতেও এই দিঘীর প্রয়োজনীয়তা রয়েছে। রাজনগর কোচবিহার ভারতের অন্যতম পরিকল্পিত শহর। হেরিটেজের তকমাও রয়েছে তার। বর্তমানে এই শহরের অনেকটাই শ্রীহীন হয়েছে বলে অভিযোগ। এই অবস্থায় জেলা প্রশাসন পর্যটন মানচিত্রে স্থান করে নিতে বিশেষ উদ্যোগ গ্রহণ করেছে কোচবিহার শহরকে নিয়ে।

শনিবার কোচবিহার এবিএনশীল কলেজের পিছনে কোচবিহার সদর মহাকুমা শাসক সঞ্জয় পালের নেতৃত্বে একটি দল, পানা পুকুর পরিস্কারে উদ্যোগী হয়েছে। এ দলে পৌরসভার স্যানিটারি ইন্সপেক্টর বিশ্বজিৎ রায় উপস্থিত ছিলেন। জানা গেছে, দীর্ঘ ২০ বছর বাদে এই দীঘিটি সংস্কারের হাত দিয়েছে প্রশাসন। এতে খুশি সাধারণ মানুষও।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584