মনিরুল হক, কোচবিহারঃ
করোনাকে সঙ্গী করেই এগোতে হবে উন্নয়নের কাজ। আর সেই লক্ষ্যেই মাথাভাঙায় স্থানীয় বিধায়ক তথা রাজ্যের অনগ্রসর শ্রেনী কল্যাণ মন্ত্রী বিনয় কৃষ্ণ বর্মণের নেতৃত্বে বিভিন্ন প্রকল্পের কাজ নিয়ে বৈঠক করল মহকুমা প্রশাসন। ওই বৈঠকে মন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন, শীতলকুচির বিধায়ক হিতেন বর্মণ, মাথাভাঙা ১ নম্বর ব্লকের বিডিও সম্বল ঝা, পঞ্চায়েত সমিতির সভাপতি সুজাতা বর্মণ, সহ সভাপতি মজিরুল হোসেন এবং মাথাভাঙা ১ নম্বর ব্লকের নিয়ন্ত্রণে থাকা ১০ টি গ্রাম পঞ্চায়েতের প্রধান সহ অন্যান্য আধিকারিকরা।
এদিনের বৈঠকে করোনা ভাইরাসকে এলাকায় ঢুকতে না দেওয়ার পরিকল্পনার পাশাপাশি উন্নয়ন মূলক কাজ চালিয়ে যাওয়ার বিষয় নিয়ে আলোচনা হয়েছে। যারা জব কার্ড নিয়ে আগে থেকেই ১০০ দিনের কাজে যুক্ত ছিলেন, তাঁরা তো বটেই বর্তমানে ভিন রাজ্য থেকে চলে আসা স্থানীয় বাসিন্দাদের ওই কাজে কিভাবে যুক্ত করা যায়, তা নিয়ে আলোচনা হয়েছে।
আরও পড়ুনঃ বাংলা আবাস যোজনার দুর্নীতির অভিযোগ জানাতে টোল ফ্রি নম্বর মুর্শিদাবাদে
এছাড়াও অন্যান্য উন্নয়ন মূলক কাজে বিধায়ক এলাকা উন্নয়ন তহবিল সহ বিভিন্ন তহবিল থেকে আর্থিক বরাদ্দ করে রাস্তাঘাটে মাটি কাটার কাজ, পুকুর খনন, আল বাঁধ নির্মাণ, জঙ্গল পরিষ্কার সহ বিভিন্ন ধরণের কাজের মধ্য দিয়ে মানুষের হাতে টাকা পৌঁছে দেওয়ার লক্ষ্যে কাজ করার পরিকল্পনা নেওয়া হয় এদিনের বৈঠকে।
মন্ত্রী বলেন, ‘দীর্ঘ সময় লকডাউন চলায় মানুষ কাজ হারিয়েছে। ভিন রাজ্য থেকেও কাজ হারিয়ে মানুষকে ফিরে আসতে হয়েছে। মুখ্যমন্ত্রীর নির্দেশে তাঁদের সকলকে দ্রুত কাজের ব্যবস্থা করে আর্থিক সুবিধা পাইয়ে দেওয়ার লক্ষ্যে এদিন এই বৈঠক করা হয়েছে। আশা করি গরিব অসহায় দুঃস্থ মানুষের কাজের সংস্থান করতে আমরা সক্ষম হব।’
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584