হস্তশিল্প সামগ্রীকে ব্র্যান্ড নেম দিয়ে বাজারজাত করার পরিকল্পনা প্রশাসনের

0
146

সুদীপ পাল, বর্ধমানঃ

পূর্ব বর্ধমান জেলা প্রশাসন হস্তশিল্প সামগ্রীকে এবারে ব্র্যান্ড নেম দিয়ে বাজারজাত করার পরিকল্পনা নিচ্ছে। পূর্ব বর্ধমানে বর্তমানে হস্তশিল্প মেলা চলছে। সেখানে প্রতিদিন ভালই ভিড় মানুষের। যাঁরা দোকান দিয়েছেন সেই শিল্পীরাও বলছেন, বিক্রি ভালই হচ্ছে। তা দেখেই জেলা প্রশাসনের বক্তব্য, বর্ধমানের সীতাভোগ-মিহিদানা, শক্তিগড়ের ল্যাংচার ক্ষেত্রে যেরকম পরিচিতি গড়ে উঠেছে হস্তশিল্পের জিওগ্রাফিকাল আইডেন্টিফিকেশন রেজিষ্ট্রেশনের ব্যবস্থা করা যেতে পারে।

নিজস্ব চিত্র

জেলা প্রশাসনের বক্তব্য, সামগ্রীর বিপননে ব্র‍্যান্ড এবং প্যাকেজিং খুবই গুরুত্বপূর্ণ। এই সমস্ত দিকগুলিও গুরুত্ব দিয়ে দেখবে জেলা প্রশাসন। হস্তশিল্প, কুটির শিল্প, মিষ্টান্নের ক্ষেত্রে একটি ব্র্যান্ড নেম এর কথা ভেবেছে জেলা প্রশাসন। সেই নামটি হলো কুটির বর্ধমান। এই নামের চূড়ান্ত অনুমোদন পেলেই সবকিছু বাজারজাত করা হবে।

নিজস্ব চিত্র

মেলায় ঘুরতে আসা বর্ধমানের বাসিন্দা পিউ কর্মকার বলেন, হস্তশিল্প মেলায় এই প্রথম এলাম। বিভিন্ন ধরনের জিনিস মন ছুঁয়ে যাচ্ছে। একই সাথে দামও সাধ্যের মধ্যেই রয়েছে তাই কেনাকাটি করা যাচ্ছে ভালোভাবে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here