নাবালক-নাবালিকার বিয়ে আটকালো প্রশাসন

0
46

পিয়া গুপ্তা, উত্তর দিনাজপুরঃ

বিয়ে হবার আগেই নাবালক ও নাবালিকার বিয়ে আটকালো প্রশাসন। ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর পুরসভার মধ্যে।

Administration Prevent minor marriage | newsfront.co
নিজস্ব চিত্র

প্রশাসন সূত্রে জানা গেছে, নাবালক ছেলের বাড়ি ইসলামপুর পুরসভার হালদাপাড়া এলাকায় এবং মেয়েটার বাড়ি হলো ইসলামপুর থানার বলঞ্চা এলাকায়।

গোপন সুত্রের খবরের ভিত্তিতে এদিন ইসলামপুর পুরসভার ৪নং ওয়ার্ডের হালদাপাড়ায় গিয়ে পুরসভার কার্যনির্বাহীক আধিকারিক চিত্তরঞ্জন মন্ডল, ইসলামপুর পুরসভার কাউন্সিলার সঞ্জয় দত্ত ও ইসলামপুর পুরসভার উপ-পুরপ্রধান প্রতিনিধি মহম্মদ শরিফ, ইসলামপুর থানার পুলিশের সাহায্য নিয়ে আজকে এই নাবালক ও নাবালিকার বিয়ে আটকালো। তাদের পুলিশের হাতে তুলে দেওয়া হয়। ইসলামপুর থানার পুলিশ ওই দুই জন নাবালক নাবালিকাকে ইসলামপুর থানায় নিয়ে আসে।

আরও পড়ুনঃ বৈদ্যুতিন খুঁটিতে কাজ করতে গিয়ে আহত ১

দুই পরিবারের লোকেদের বোঝানো হয় ছেলে মেয়েদের নাবালক নাবালিকা অবস্থায় বিয়ে দিলে কি ধরনের ক্ষতি হতে পারে একইসাথে এই বিবাহ আইনত অপরাধ। তাদের বোঝানো হয় ছাত্র ছাত্রীদের পড়াশুনার জন্য নানা সরকারি প্রকল্প চালু আছে। সেই প্রকল্পের সুযোগ নিয়ে পড়াশুনো করে প্রাপ্ত বয়স্ক হলে বিয়ের কথা ভাবতে হবে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here