রিচা দত্ত,মুর্শিদাবাদঃ
মুর্শিদাবাদ জেলা পরিষদের আওতাধীন প্রকল্পে কান্দী ডাকবাংলো ভবনের সন্নিকটে রবীন্দ্র ভবন নির্মানের কাজ শুরু হয়েছে কান্দী মহকুমা প্রশাসনের তত্ত্বাবধানে।
নির্মীয়মান সেই ভবনের গা লাগোয়া একটি মন্দির রয়েছে বহু বছর ধরে,সেই মন্দিরের তত্ত্বাবধান করে সারদা ক্লাব নামে একটি ক্লাব।নির্মীয়মান রবীন্দ্র ভবনের গা লাগোয়া মন্দির নির্মানের কাজ শুরু হয় ক্লাবের উদ্যোগে।এই নির্মান ঘিরেই বিতর্ক।
মন্দির নির্মানে সরকারি রবীন্দ্র ভবন নির্মানের ইমারতি দ্রব্য ব্যবহার করা হয়েছে বলে অভিযোগ ওঠার সাথে সাথে নির্মীয়মান রবীন্দ্র ভবন চত্ত্বরে অবৈধ নির্মানের অভিযোগ তুলে প্রশাসন এই নির্মাণ বন্ধ করে দেয়।
মহকুমা শাসক অভীক দাস জানান যে,কান্দীর নিজস্ব রবীন্দ্র ভবন চত্ত্বরে অবৈধ নির্মানের অভিযোগ আসায় তা বন্ধ করতে নির্দেশ দেওয়া হয়েছে মহকুমা পুলিশ আধিকারিককে।
আরও পড়ুনঃ এইডস আক্রান্তের চিকিৎসায় গাফিলতির অভিযোগ নার্সদের বিরুদ্ধে
অপরদিকে সারদা ক্লাবের পক্ষ থেকে সদস্য কমল মন্ডল জানায় যে,দীর্ঘদিন ধরে এই মন্দিরে স্থানীয় মহিলারা পুজো দেন।তাই মন্দির নির্মাণের কাজ চলছিল।একই সাথে ইমারতি দ্রব্য থাকায় ভুল করে ব্যবহার করা হয়ে যেতে পারে, প্রশাসন প্রমাণ দিলে তারা মূল্য মিটিয়ে দেওয়ার কথা জানান।একই সাথে তিনি অভিযোগ করেন যে,মন্দির নির্মাণের সাড়ে তিন হাজার ইঁট রবীন্দ্রভবন নির্মানে ব্যবহার করা হয়েছে।
আপাতত রবীন্দ্র ভবন চত্ত্বরে অবৈধ নির্মাণ বন্ধ করা হয়েছে বলেই জানান মহকুমা শাসক।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584