নিজস্ব সংবাদদাতা,বাঁকুড়াঃ
জেলার ‘বর্ডার’ এলাকা গুলিতে সিসিটিভি বসানোর নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।বুধবার বাঁকুড়ার শালতোড়ায় প্রশাসনিক জনসভা সেরে শহরের রবীন্দ্রভবনে প্রশাসনিক সভায় জেলা পুলিশকে মমতা বন্দ্যোপাধ্যায় এই নির্দেশ দেন।জেলা পুলিশ সুপার কোটেশ্বর রাওয়ের কাছে মুখ্যমন্ত্রী জানতে চান ‘নাগা চ্যাকিং’ হয় কিনা।পুলিশ সুপারের বক্তব্যে সন্তোষ প্রকাশ করে মুখ্যমন্ত্রী এই সিসিটিভি লাগানোর নির্দেশ দেন।
এদিন কোন রকমের ‘বাছাই’ না করে এলাকার সাধারণ মানুষকে একশো দিনের প্রকল্পে কাজ দেওয়ার নির্দেশ দেন।এদিন বৈঠকে জেলায় কত গ্রাম পঞ্চায়েতে কোন ধরণের ব্যাঙ্কিং পরিষেবা নেই সে বিষয়ে খোঁজ খবর নেন।ব্যাঙ্ক না থাকার ফলে যাতে একশো দিনের কাজে কারো মজুরি পেতে অসুবিধা না হয় সেই জন্য কো-অপারেটিভ ব্যাঙ্ককে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে মুখ্যমন্ত্রী নির্দেশ দেন।তিনি জানান একশো দিনের কাজ প্রকল্পে সবাই যেন কাজ শেষের পনের দিনের মধ্যে মজুরি পায় তা নিশ্চিত করতে হবে।
লোকসভা ভোটের আগে পঞ্চায়েত দপ্তরকে সব ধরণের কাজ শেষ করার নির্দেশ দেন।বিডিও দের বলেন,পঞ্চায়েত সমিতির মাধ্যমে সব কাজ যাতে সুষ্ঠু ভাবে সম্পন্ন হয় তা দেখতে।
জেলায় এই মুহূর্তে নতুন কোন কলেজ হবে না জানিয়ে তিনি স্কুল শিক্ষা ব্যবস্থা সম্পর্কে জেলা শিক্ষাদপ্তরের কাছে খোঁজ নেন।এছাড়াও জেলায় সড়ক যোজনা সম্পর্কে বিস্তারিত খোঁজ খবর নেন।
সরকারী প্রকল্পের প্রচারে লোক শিল্পীদের যুক্ত করার কথা বলেন মুখ্যমন্ত্রী।সেফ ড্রাইভ সেভ লাইভ, সহ পুলিশের সমস্ত ধরণের সরকারি প্রকল্প গুলি নিয়ে গান তৈরী করে প্রচারের কথা বলেন তিনি।সরকারি মেলাতে বাইরে থেকে শিল্পী না এনে যাতে স্থানীয় শিল্পীরা সুযোগ পান সেদিকে বিশেষ জোর দেওয়ার কথা বলেন মুখ্যমন্ত্রী।
আরও পড়ুনঃ মুখ্যমন্ত্রীর পুরুলিয়া ও বাঁকুড়া জেলায় ইন্ড্রাস্ট্রিয়াল করিডর গড়ার উদ্যোগ
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584