আয় বাড়াতে জল বিক্রির সূচনা পঞ্চায়েতের

0
88

মনিরুল হক, কোচবিহারঃ

start of selling water for increase panchayat income
নিজস্ব চিত্র

গ্রাম পঞ্চায়েতের আয় বাড়াতে অভিনব উদ্যোগ নিল কোচবিহারের সিতাই ব্লকের একটি গ্রাম পঞ্চায়েত।বিশুদ্ধ পানিয় জল বোতল বন্দী করে বাণিজ্যিক ভাবে বাজারজাত করবে আদাবাড়ি গ্রাম পঞ্চায়েত।আজ ওই জল প্রকল্পের উদ্বোধন করেন সিতাইয়ের বিধায়ক জগদীশ চন্দ্র বসুনিয়া।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিতাই পঞ্চায়েত সমিতির সভাপতি সংগীতা রায় বসুনিয়া,আদাবাড়ি গ্রাম পঞ্চায়েতের প্রধান মুক্তি রায় বসুনিয়া সহ অন্যান্যরা।

start of selling water for increase panchayat income
নিজস্ব চিত্র

আরও পড়ুন: শ্রীকান্তর গ্রেফতার প্রসঙ্গে পার্থর মন্তব্য,উনি আমাদের দলীয় কর্মী নয়

গ্রাম পঞ্চায়েত সূত্রে জানা গিয়েছে, ২০১৭-১৮ আর্থিক বছরে ও ডি এফে ভাল কাজ করার জন্য ১০ লক্ষ টাকা পায় আদাবাড়ি গ্রাম পঞ্চায়েত। সেই টাকা দিয়ে এলাকার মানুষদের সামান্য দামে পরিস্রুত পানিয় জল দেওয়ার প্রকল্প গ্রহণ করেছে ওই গ্রাম পঞ্চায়েত। গ্রাম পঞ্চায়েত এলাকার বাসিন্দারা খুব অল্প টাকা দিয়ে ওই জল কিনতে পারবে। পাশাপাশি বোতল ও ড্রাম বন্দী করে সেই জল বাজারজাত করা হবে গ্রাম পঞ্চায়েতের আয় বাড়াতে। গ্রাম পঞ্চায়েতের ওই পরিস্রুত জলের নাম দেওয়া হয়েছে ‘মানসাই’। সিতাই পঞ্চায়েত সমিতির সভাপতি সঙ্গিতা রায় বসুনিয়া বলেন, আমি আদাবাড়ি গ্রাম পঞ্চায়েতে প্রধান থাকাকালীন ওডিএফের থেকে ১০ লক্ষ টাকা আসে। সেসময় ওই জল প্রকল্পের পরিকল্পনা নেওয়া হয়। যাতে এলাকার মানুষদের স্বল্প মূল্যে বিশুদ্ধ পানিয় জল পায়।এই প্রকল্পের ফলে গ্রাম পঞ্চায়েতের নিজস্ব আয়ও বাড়বে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here