দাম চড়ছে আলুর, কালোবাজারি রুখতে ময়দানে প্রশাসনিক কর্তারা

0
36

নিজস্ব সংবাদদাতা, পূর্ব মেদিনীপুরঃ

মহামারী ভাইরাস মোকাবিলায় সারা রাজ্যে লকডাউনের ফলে কর্ম হারা বহু মানুষ। লকডাউন কিছুটা শিথিল হলেও করোনার আতঙ্কে সেই রকম বিক্রি নেই বাজারে। এই পরিস্থিতিতে রাজ্যের মানুষের কথা মাথায় রেখে ২৫ টাকা দরে আলু বিক্রিতে ফতোয়া জারি করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী।

police | newsfront.co
প্রশাসনিক অভিযান। নিজস্ব চিত্র

যেহেতু শাক সবজির মধ্যে রাজ্যের মানুষের কাছে আলু খুবই গুরুত্বপূর্ণ। কিন্তু তারপরেও আলুর বাজারদর লাগামছাড়া। এমন পরিস্থিতিতে কালোবাজারি রুখতে আলুর বাজার নিয়ন্ত্রণে নেমে চোখ কপালে উঠেছে প্রশাসনিক কর্তা ব্যক্তিদেরই। অভিযোগ, আলু হিমঘরেই চড়া দামে বিক্রি হচ্ছে। জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে, মূলত এগ্রিকালচার মার্কেটিং, জেলা পুলিশ ও সেইসঙ্গে জেলা প্রশাসনের যৌথ উদ্যোগে বিভিন্ন বাজারে গিয়ে ইতিমধ্যেই আলুর বাজার দর নিয়ন্ত্রণে অভিযানে নেমেছে জেলা প্রশাসন।

আরও পড়ুনঃ পুরুলিয়ায় জোর পূর্বক টাকা আদায়ের অভিযোগে গ্রেফতার এক শিক্ষক

সোমবার পূর্ব মেদিনীপুর জেলার একমাত্র পাঁশকুড়া থানার দক্ষিণ মেচগ্রামে হিমঘরের মালিক ও আলু ব্যবসায়ীদের সাথে বৈঠক করেন পূর্ব মেদিনীপুর জেলার জেলাশাসক পার্থ ঘোষ ও জেলা পুলিশ সুপার সুনীল যাদব সহ একাধিক প্রশাসনিক আধিকারিকগণ। তবে আগামী দিনে প্রশাসনের তৎপরতায় আদৌ কি রাজ্য সরকারের নির্দেশ অনুসারে আর কমদামে আলু কিনতে পারবে সাধারণ মানুষ সেদিকেই নজর থাকবে সকলের।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here