সুদীপ পাল,বর্ধমানঃ
বকেয়া রাজস্ব জমা দেওয়ার সময়সীমা ১৫ ডিসেম্বর পর্যন্ত করা হল পাশাপাশি পূর্ব বর্ধমান জেলায় শতাধিক অবৈধ ইটভাটাকে ৩১মার্চের মধ্যে বৈধ করার জন্য সময়সীমা বেঁধে দিল প্রশাসন। অতিরিক্ত জেলাশাসক(ভূমি) শশীকুমার চৌধুরী বলেন,২০১৯-২০ সময় থেকে জেলায় একটিও অবৈধ ইঁটভাটা যাতে না থাকে সে বিষয়ে প্রশাসন কড়া নজর রাখছে।যেসব ইঁটভাটার রাজস্ব বকেয়া আছে সেসব আগামী ১৫ ডিসেম্বরের মধ্যে মেটাতে হবে বলেও তিনি জানান।যদি বকেয়া না মেটানো হয় তাহলে নিয়ম অনুযায়ী আইনি নোটিশ পাবেন কর্তৃপক্ষ। জানা যায়, জেলায় একশোর বেশি ইঁটভাটা প্রশাসনের বিনা অনুমতি চলছে। এতে একদিকে যেরকম সরকার কোনো রকম রাজস্ব লাভ করতে পারছে না,অন্যদিকে যেসব ইঁটভাটা বৈধ তাদেরও ব্যবসার ব্যাপক পরিমাণ ক্ষতি হচ্ছে।তাই প্রশাসন এবার চাইছে,অবৈধ ইঁটভাটাগুলি ৩১ মার্চের মধ্যে বৈধ করার জন্য আবেদন করুক। তারপর প্রশাসনের পক্ষ থেকে সমস্ত কাগজপত্র ঠিক করে সেই ইঁটভাটাগুলিকে বৈধ করা হবে।ইঁটভাটা যেগুলি বৈধ তারা নিয়মিত রাজস্ব দেওয়ার ফলে যে টাকা ইঁট বিক্রি করতে পারে তার থেকে অনেক কম টাকায় ইঁট দিয়ে দিচ্ছে অবৈধ ইঁটভাটাগুলি। এতে বৈধ ইঁটভাটাগুলির ব্যবসা কমার সাথে সাথে মানুষও কম দামে পাওয়ার জন্য অবৈধ ব্যবসায়ীদের কাছ থেকেই ইঁট কিনছেন বেশি পরিমাণে। প্রশাসনিক ছাড়পত্র নিয়ে ব্যবসা করলে অবৈধ ব্যবসাদারদের প্রভাব কমবে বলেই মত সবার।
আরও পড়ুনঃ তৃণমূলের বিরুদ্ধে বিজেপির থানা ঘেরাও
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584