নিজস্ব সংবাদদাতা, বাঁকুড়া:
বাঁকুড়া ভৈরবস্থান মোড় সংলগ্ন কানকাটা এলাকায় রাস্তার ধারেই রীতিমতো চালাঘর করে দীর্ঘদিন ধরে মাংস বিক্রি করে আসছিল বেশ কিছু মাংস বিক্রেতারা।
জেলা প্রশাসন তাদেরকে বারবার সতর্ক করা সত্ত্বেও কোনও রকম কর্ণপাত করছিলেন না তাঁরা। তাই আজ জেলাশাসক ডঃ উমাশংকর এস ও মহকুমাশাসক সুদীপ্ত দাস নিজেরা দাঁড়িয়ে থেকে রাস্তার ধারে বসে থাকা মাংস বিক্রেতাদের দশটি দোকান জেসেবি দিয়ে ভেঙে দেন।
আরও পড়ুনঃ পাহাড়ে বেড়াতে গিয়ে হৃদরোগে আক্রান্ত অবসরপ্রাপ্ত পুলিশ কর্মী
এছাড়াও রাস্তার ধারে এভাবে দোকান করায় ক্রমশ সংকীর্ণ হয়ে পড়েছিল রাস্তা। ফলে একদিকে যেমন যানজটের সৃষ্টি হতো অন্যদিকে তেমন রাস্তার উপর দিয়ে স্কুল কলেজের ছেলেমেয়েরা যাতায়াত করায় তাদের উপরে প্রকাশ্যে মাংস কাটার একটা প্রভাব পড়ত। তাই প্রশাসনের এই উদ্যোগ বলে জানা যায়।
বাঁকুড়া জেলাশাসক ডঃ উমাশঙ্কর এস বলেন, প্রকাশ্যে মাংস কাটা যাবে না- এমন অভিযোগ স্থানীয় বাসিন্দারা বারবার জেলাশাসকের দফতরে করেছেন। এছাড়া তাঁদেরকে দু-তিনবার জানানো সত্ত্বেও, বাঁকুড়া কৃষি বাজারে অল্টারনেটিভ জায়গা দেওয়া সত্ত্বেও তাঁরা শুনছিলেন না। তিনি বলেন কোনও খোলা জায়গাতেই মাংস কাটা আমরা প্রশ্রয় দেবো না।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584