মিঠাইকে ছেড়ে কাকে বিয়ে করছে সিড?

0
618

নবনীতা দত্তগুপ্ত, বিনোদন ডেস্কঃ

টেলিপর্দায় বিয়ে-সাদি কমপ্লিট। এবার রিয়েল লাইফে বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন অভিনেতা আদৃত রায়। ‘মিঠাই’ ধারাবাহিকে সিড-এর চরিত্রে এসে বহু তরুণীর ক্রাশ এখন তিনিই। ওদিকে মিঠাইয়ের সঙ্গে ডিভোর্সের পর ফুলশয্যা করছে সিড। এই নিয়ে কেলোর কীর্তি টিভির পর্দায়। এরই মাঝে আরেকটি খবর ফুরফুর করে ভাসছে বাতাসে। আদৃত নাকি বাস্তবজীবনেও গাঁটছড়া বাঁধতে চলেছেন।

Adrit Roy
আদৃত রায়। ছবি সৌজন্যেঃ ফেসবুক

সূত্রের খবর, ১০ বছরের প্রেমিকার সঙ্গেই গাঁটছড়া বাঁধবেন তিনি নভেম্বরে। টেলিপাড়ায় গত কয়েক মাস ধরেই এই খবর উড়ছে বাতাসে। পাত্রীর নাম সুপ্রিয়া। দুই পরিবারের মধ্যে সম্পর্ক রয়েছে অনেকদিন। পারিবারিক বন্ধু বলা যায়। জানা গিয়েছে আদৃতের হবু শ্বশুরমশাই নাকি মুম্বইয়ের নামকরা আর্ট ডিরেক্টর।

Mithai
‘মিঠাই’ ধারাবাহিকে সিড-এর চরিত্রে আদৃত রায়। সৌজন্যেঃ ফেসবুক

আরও পড়ুনঃ মা হতে চলেছেন তনুশ্রী, অনুমতি না নিয়ে খবর প্রকাশে ক্ষুব্ধ মা ভবতারিণী

ওদিকে গত সপ্তাহেও ‘মিঠাই’ ধারাবাহিক ১০.৯ পেয়ে ‘বাংলা সেরা’-র শিরোপা পেয়েছে। তারই মাঝে আবার এমন একখানি খবর। শুভেচ্ছা রইল আদৃতের আগামীর জন্য।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here