কবির হোসেন, মুর্শিদাবাদঃ
এবার সালার দুই নং রেলগেট পর্যবেক্ষণে এডিআরএম হাওড়া প্রতিনিধি দল। উল্লেখ্য, সালার দুই নম্বর রেলগেট ২৩/এ/বি আগামী ২৬ শে আগস্ট বন্ধ করে দেওয়া হবে বলে ঘোষণা দেয়। আর এই বন্ধের বিরুদ্ধে গতকাল সোমবার রেলগেট রক্ষা কমিটি ও সালার ব্যবসায়ী ইউনিয়নের পক্ষ থেকে রেলকে ডেপুটেশন দেওয়া হয়। এর ফলে আজ মঙ্গলবার রেলের এ.ডি.আর.এম.(হাওড়া) ভি কে পাসওয়ান পরিদর্শন আসেন।

রেলগেট রক্ষা সমিতি ও ব্যবসায়ী ইউনিয়নের সদস্যরা ভিকে পাসওয়ানের সাথে আলোচনায় বসেন। আলোচনা শেষে জানানো হয় যে, দুই নং রেলগেট নিয়ে সার্ভে করে রেল কর্তৃপক্ষ তার সিদ্ধান্ত নিবে।

প্রসঙ্গত উল্লেখ্য, গতকাল সোমবার এই বিষয়ে নিউজ ফ্রন্টে বিস্তারিত খবর সম্প্রচারিত হয়। সালার কান্দি মহকুমার একমাত্র রেল স্টেশন। যোগাযোগের মাধ্যমে হিসাবে রেলের উপর অনেকটাই নিভরশীল এই অঞ্চলের বাসিন্দারা।
আরও পড়ুনঃ বহরমপুর পৌরসভায় নতুন প্রশাসক হিসাবে দায়িত্ব নিলেন স্বরূপ সাহা
সালারের মধ্যদিয়ে চলে গেছে রেলপথ, যার ফলে সালার কে দুই ভাগে ভাগ করেছে পূর্ব ও পশ্চিমে। সালারের প্রাণকেন্দ্র পশ্চিমদিক, ফলে সালারকে কেন্দ্র করে অফিস, ব্যাংক স্কুল ও ব্যাবসা এবং অন্য পরিষেবার জন্য এক ও দুই নং রেলগেটের মাধ্যমে যোগাযোগ বহন করে আছে। কিন্তু রেল কর্তৃপক্ষ সমান্তরাল একটা রাস্তা নির্মাণ করে দুই নং রেলগেট কে বন্ধ করে দিতে চাই বলে অভিযোগ। ফলে সমস্যায় সালার ব্যাবসায়ী থেকে আপামর জনসাধারণ। শুধু সালার নয় আসে পাশে বাসিন্দারা সমস্যায় পড়বে বলে চিন্তায় স্থানীয়রা।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584