শহরের প্রানকেন্দ্রে মোবাইলের দোকানে দুঃসাহসিক চুরি

0
288

মনিরুল হক,কোচবিহারঃ

Adventurous mobile shop robbery
নিজস্ব চিত্র

একটি মোবাইল ক্যাশ কার্ডের দোকান থেকে চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়ালো কোচবিহারে। রবিবার সকালে শহরের প্রাণকেন্দ্র কাচারি মোড় এলাকায় এই ঘটনা ঘটেছে। জানা গেছে,ওই দোকান থেকে চুরি হয়েছে প্রায় নগদ সহ দেড় লক্ষ টাকার বিভিন্ন সামগ্রী। ঘটনা নিয়ে কোতোয়ালি থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছে দোকান মালিক সুবীর রায়। শহরের প্রাণকেন্দ্র কাছারী মোর এলাকায় এইভাবে চুরির ঘটনায় নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয় মানুষ ও ব্যবসায়ীরা।

Adventurous mobile shop robbery
নিজস্ব চিত্র

জানা গেছে, প্রতিদিনের মতোই এদিন সকালেও এসে দোকান খোলেন মালিক সুবীর রায়। তিনি দোকান খুলে দেখেন ভেতরে থাকা সমস্ত জিনিস পত্র এলোমেলো ভাবে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। এরপরই দোকানের মালিক কোতোয়ালী থানায় খবর দেন। খবর পেয়েই ঘটনা স্থলে ছুটে আসে পুলিশ।

আরও পড়ুন: তালা ভেঙে মোবাইলের দোকানে চুরি

কোচবিহার শহরের প্রাণকেন্দ্র হিসেবে চিহ্নিত কাচারি মোড় এলাকা। বিভিন্ন সরকারি অফিসের পাশাপাশি এখানে বার লাইব্রেরী রয়েছে। প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত হাজার হাজার মানুষের ঢল নামে এই এলাকায়। কিন্তু কিভাবে এরকম একটি জায়গা থেকে রাতের বেলায় চুরির ঘটনা ঘটল তা নিয়ে উদ্বিগ্ন ব্যবসায়ী মহল।
দোকান মালিক সুবীর রায় বলেন, ‘‘প্রতিদিনের মতোই রাত দশটা নাগাদ দোকান বন্ধ করে বাড়ি চলে যাই।

দোকানের ভিতর প্রায় ৩০ হাজার টাকার ক্যাশ কার্ড সহ কিছু নগদ টাকা ছিল। আজ সকালে দোকান খুলে দেখি দোকানের সমস্ত জিনিসপত্র এলোমেলো হয়ে রয়েছে।দোকানের পিছন পাশ থেকে বুকে কেউ দোকান থেকে প্রায় ৩০ হাজার টাকার ক্যাশ কার্ড সহ যে সমস্ত জায়গায় নগদ টাকা রাখা ছিল সমস্ত চুরি হয়ে গিয়েছে’’।

বিষয়টি নিয়ে কোচবিহার কোতোয়ালি থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে বলে তিনি জানান। দোকানের মালিক অভিযোগ করে বলেন, ‘‘এটা কেউ জানাশোনা মানুষই ঘটনাটি ঘটিয়েছে। কারণ দোকান থেকে কোনো দামি মেশিন বা কিছু চুরি যায় নি শুধুমাত্র ক্যাশ কার্ড ও নগদ টাকা চুরি হয়েছে। তবে শহরের প্রাণকেন্দ্র সেখানে রাতের বেলা নিরাপত্তা ব্যবস্থা থাকা সত্ত্বেও কিভাবে চুরি ঘটল সেটাই চিন্তার বিষয়’’।

দোকানে সিসিটিভি ক্যামেরা থাকলেও রাতের বেলা দোকানের মেইন সুইচ অফ করে দেওয়া হয়। তাই সিসিটিভিতে কিছু ধরা পড়েনি। কোচবিহার কোতোয়ালি থানা সূত্রে খবর, ঘটনার লিখিত অভিযোগ পেয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here