নিজস্ব সংবাদদাতা,পশ্চিম মেদিনীপুরঃ
দাসপুর থানার রাজনগর গ্রাম পঞ্চায়েত এলাকায় আবার দোকান চুরি।তবে এবার রাজনগর বাজারে নয়। ১৬ই মার্চ রাতে রাজনগর গ্রাম পঞ্চায়েত এলাকার হরিরামপুর বাজারের একটি নামকরা মোবাইল দোকানে চুরি হয়েছে বলে অভিযাগ।
দোকান মালিক হরিরামপুরের বাসিন্দা শুভাশীষ মাইতি জানান,তিনি প্রতিদিনের মত গতরাতেও রাত প্রায় সাড়ে ৯টা নাগাদ নিজের দুটি দোকানে চাবি দিয়ে বাড়ি চলে যান।
১৭ই মার্চ সকালে খবর পান তাঁর মোবাইল দোকান চুরিগেছে।দোকানে গিয়ে দেখেন তাঁর একটি মোবাইল স্টোরের চাবি ভাঙা,ভেতরের রড কাটা।দোকানের ভেতরের সব মোবাইলই গায়েব। শুভাশীষ বাবু জানান,সব মিলিয়ে তাঁর ওই দোকানে প্রায় এক লক্ষ টাকার মোবাইল ছিল।চুরি যাওয়া দোকানটি তাঁর পুরানো দোকান।এই পাশেই কয়েক মাস হল একটি নতুন দোকান করেছেন।
আরও পড়ুনঃ এক রাতে এগারোটি দোকানে চুরি
রাতে হরিরামপুর বাজারে দাসপুর পুলিশের তরফে পাহারা থাকে।গত রাতেও এই হরিরামপুর বাজারে পাহারা ছিল।কিন্তু তারই মাঝে এই চুরিতে চিন্তিত ওই বাজারের অন্যান্য দোকান মালিকরা।
আজকের এই চুরির ঘটনা কথা লিখিত ভাবে দাসপুর পুলিশকে জানিয়েছেন দোকান মালিক শুভাশীষ মাইতি।এখন দেখার চুরি যাওয়া মোবাইল আদৌ উদ্ধার করা সম্ভব হয় কিনা।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584