বিহারের সাথে তুলনা প্রসঙ্গে মুখ্যমন্ত্রীকে বিকাশের পরামর্শ,গুন্ডা বাহিনীকে ভয় দেখাতে নিষেধ করুন

0
102

সিমা পুরকাইত, দক্ষিন ২৪ পরগনাঃ

যাদবপুর লোকসভা কেন্দ্রের বামফ্রন্ট মনোনীত প্রার্থী বিকাশ রঞ্জন ভট্টাচার্য আজ সকাল থেকেই সোনারপুর এলাকার নয়াবাদ, শামুকপোতা ও নরেন্দ্রপুর সহ বিভিন্ন অঞ্চলে রোডশো করলেন।

Advice to Chief Minister of Bikash Ranjan
নিজস্ব চিত্র

এদিন বিকাশ বাবু পশ্চিমবঙ্গকে বিহারের সথে তুলনা প্রসঙ্গে মুখ্যমন্ত্রীর বিরোধিতা প্রসঙ্গে জানান, মমতা যদি সেন্ট্রাল অবজারভারের অভিমত ভুল প্রমাণিত করতে চায় তাহলে তৃণমূলের সমস্ত গুন্ডা বাহিনীকে বলুক তোমরা গুন্ডামী বন্ধ করো,তোমরা মানুষকে ভয় দেখিয়োনা,ভোটের দিন পোলিং বুথে যেন না যায় এই কাজটাই করলেই হয়ে যায়।

Advice to Chief Minister of Bikash Ranjan
নিজস্ব চিত্র

তাহলেই সেন্ট্রাল অবজারভারদের জবাব দেওয়া যাবে যে,আমাদের এখানে পিসফুল ভোট হয়।

Advice to Chief Minister of Bikash Ranjan
নিজস্ব চিত্র

একইসাথে তিনি জানান,ঠিক মতো ভোট হলে আমার জেতা নিয়ে কোনো সংশয় নেই।

Advice to Chief Minister of Bikash Ranjan
নিজস্ব চিত্র

এখন মানুষ দেখছেন কেনো পশ্চিমবঙ্গকে বিহারের সাথে তুলনা করা হল।

Advice to Chief Minister of Bikash Ranjan
নিজস্ব চিত্র

আরও পড়ুনঃ উন্নয়নের খতিয়ান তুলে ধরে শতাব্দীর ভোট প্রচার

আসলে মানুষ ভোট দিলে উনি ভয় পান সেই কারণে পোলিং বুথে তার ছেলেদের দিয়ে অশান্তি পাকাচ্ছে।

Advice to Chief Minister of Bikash Ranjan
নিজস্ব চিত্র

তবে এখনও বলছি ঠিক মতো ভোট হলে জেতা নিয়ে কোনো সংশয় নেই।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here