আফগানিস্তানে টার্গেট কিলিং-এ নিহত মহিলা সাংবাদিক

0
143

নিজস্ব সংবাদদাতা, ওয়েব ডেস্কঃ

আফগানিস্তানের দক্ষিণাঞ্চলে টার্গেট কিলিংয়ের শিকার হলেন এক মহিলা সাংবাদিক। বৃহস্পতিবার মালালা মাইওয়ান্দ নামে ওই সাংবাদিককে গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা। তাঁর গাড়ির চালক মহম্মদ তাহির ও প্রাণ হারিয়েছেন ওই হামলায়। এখনও পর্যন্ত কোনো গোষ্ঠী এই হামলার দায় স্বীকার করেনি।

Malala Maiwand | newsfront.co
মালালা মাইওয়ান্দ

মালালা মাইওয়ান্দ আফগানিস্তানের এনিকাস টিভি অ্যান্ড রেডিওর কর্মী ছিলেন। মনে করা হচ্ছে, ন্যাটো ও ইউরোপীয় ইউনিয়ন আফগানিস্তানে সাম্প্রতিক সমস্ত টার্গেট কিলিং এর নিন্দা জানানোর কারণেই এই ঘটনা ঘটলো। প্রশাসন সূত্রে জানা গেছে হামলার পরেই বন্দুকধারীরা পালিয়ে যায়।

আরও পড়ুনঃ বিখ্যাত ব্যক্তিদের ভুল উচ্চারিত নামের তালিকার শীর্ষে ভিঞ্চি থেকে কমলা হ্যারিস

মাইওয়ান্দ সাংবাদিকতার পাশাপাশি একজন সমাজকর্মীও ছিলেন। উল্লেখ্য, মাইওয়ান্দের মাকেও পাঁচ বছর আগে হত্যা করা হয়েছিল। তিনিও একজন সমাজকর্মী ছিলেন। সাম্প্রতিক কালে আফগানিস্তানে সাংবাদিক ও রাজনৈতিক ব্যক্তিদের নিশানা করে হত্যার ঘটনা ঘটছে একের পর এক।

আরও পড়ুনঃ ফেসবুক’র একচেটিয়া আধিপত্যের বিরুদ্ধে মামলা

টেলিভিশন উপস্থাপক ইয়ামা সাইওয়াশকে গত মাসে কাবুলে বোমা বিস্ফোরণে হত্যা করা হয়। আরেক সাংবাদিক আলিয়াস দায়ি গাড়ি বোমা হামলায় নিহত হন। সাবা সাহার নামে আফগানিস্তানের প্রথম মহিলা চলচ্চিত্র পরিচালকের ওপর গুলি চালানো হয়, তবে তিনি প্রাণে বেঁচে যান।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here