নিজস্ব প্রতিবেদন, নিউজ ফ্রন্টঃ
মনিপুরে AFSPA অর্থাৎ সশস্ত্র বাহিনীর বিশেষ ক্ষমতা আইনের মেয়াদ চলতি বছরের ১ ডিসেম্বর পর্যন্ত বৃদ্ধি করলো কেন্দ্র। ইতিপূর্বেই একাধিকবার দাবি উঠেছে উত্তর-পূর্বের রাজ্যগুলি থেকে বিতর্কিত এই আইন প্রত্যাহারের। তা না করে স্বরাষ্ট্র মন্ত্রকের বিশেষ সচিব সোমবার এক আদেশনামায় জানিয়েছেন যে, মনিপুরের রাজ্যপাল লা গনেশন রাজধানী ইম্ফল ছাড়া সে রাজ্যের বাকি অংশকে ‘উপদ্রুত এলাকা’ বলে ঘোষণা করেছেন।
AFSPA আইনে সেনা বাহিনীকে বিশেষ ক্ষমতা দেওয়া হয়েছে যাতে তাঁরা কোন সুনির্দিষ্ট আদেশনামা ছাড়াই কাউকে গ্রেপ্তার করতে পারেন, সার্চ করতে পারেন এমনকি গুলিও চালাতে পারেন। উত্তর পূর্বের সীমান্তবর্তী রাজ্যগুলির মধ্যে আসাম, নাগাল্যান্ড ও অরুণাচল প্রদেশের তিন জেলায় জারি রয়েছে এই আইন।
গত ডিসেম্বর মাসে নাগাল্যান্ডের মন জেলায় সশস্ত্র বাহিনীর গুলিতে প্রাণ যায় ১৪ জন সাধারণ গ্রামবাসীর। এরপর থেকেই বহু সমাজকর্মী ও উপজাতি সংগঠনের পক্ষ থেকে আফস্পা প্রত্যাহারের দাবি তোলা হয়। সে ঘটনার পরে ৩০ ডিসেম্বর নাগাল্যান্ড জুড়ে আগামি ৬ মাসের জন্য বাড়ানো হয় আফস্পা-র মেয়াদ। এবার মনিপুরেও পুনরাবৃত্তি একই ঘটনার।
আরও পড়ুনঃ বেতনের পয়সার ওজন যখন ২৭৭ কেজি! এমন অবিশ্বাস্য কীর্তি ঘটল যুক্তরাষ্ট্রের জর্জিয়ায়
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584