মনিরুল হক, কোচবিহারঃ

অনুব্রত মণ্ডলের নকুল দানার পর এবার কোচবিহারে বিজেপিকে করলার জুস খাওয়ানার জন্য দলীয় নেতা কর্মীদের নির্দেশ দিলেন উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী রবীন্দ্র নাথ ঘোষের। এদিন তিনি নির্বাচনের প্রচারে গিয়ে তুফানগঞ্জে তৃণমূল কংগ্রেসের কার্যালয়য়ে বসে বলেন, বিরোধীদের প্রার্থী,কর্মী নেতা দের সাথে দেখা হবে আমাদের কর্মীরা তাদের করলার জুস নিয়ে অপেক্ষা করবে তাদেরকে আপ্যায়ন করার জন্য।
আমরা যারা মাঠে ময়দানে প্রচারে নামব তখন আমাদের সাথে ফ্লেক্সের করে করলার জুস থাকবে, তার সাথে ছোট ছোট কাপ থাকবে। আমাদের সাথে বিরোধী প্রার্থী এবং বিশেষ করে বিজেপির প্রার্থীর এবং নেতাদের সাথে দেখা হলে করলার জুস খাওয়ানো হবে।”
আরও পড়ুনঃ পঞ্চাশ সংখ্যালঘু মহিলার বিজেপিতে যোগদান
যদিও এবিষয়ে কোচবিহার জেলার বিজেপির সভাপতি মালতি রাভা উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষের ওই মন্তব্যের জবার দিয়ে বলেন, বিরোধীরা মাটি কামরে পরে রয়েছে। ওরা কিছুই করতে পারবেন না।ওনারা চিরকাল মানুষকে তিতা খাইয়ে এসেছেন।তিতাই খাওয়াবেন।কিন্তু আমরা ওনাদের ডাবের জল খাওয়াতে চাই।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584