শেষপর্যন্ত আটঘন্টা পর পরিবারের আবেদনে ছাদ থেকে নামল বিনোদ

0
38

নিজস্ব সংবাদদাতা, ঝাড়গ্রামঃ

Road | newsfront.co
নিজস্ব চিত্র

অবশেষে গুলি চালানো বন্ধ করে দোতলা থেকে নীচে নামলেন ঝাড়গ্রাম পুলিশলাইনের কনস্টেবল বিনোদকুমার। টানা সাত ঘণ্টা চেষ্টার পর রাত ন’টা দশ মিনিটে তিনি নেমে আসেন বলে জানা গেছে। দুপুর থেকেই ঘটনাস্থলে রয়েছেন জেলার এসপি অমিতকুমার ভরত রাঠোর।

Amit Kumar | newsfront.co
অমিত কুমার ভরত রাঠোর, পুলিশ সুপার ঝাড়গ্রাম। নিজস্ব চিত্র

সন্ধে নাগাদ ঘটনাস্থলে পৌঁছন বাঁকুড়া রেঞ্জের আইজি আর রাজশেখরনও। তাঁরা বারবার আবেদন করলেও গুলি চালানো বন্ধ করেননি ওই পুলিশকর্মী। এরপরেই পুরুলিয়ার কোটশিলা থেকে ঝাড়গ্রাম পুলিশ লাইনে নিয়ে আসা হয় বিনোদকুমারের স্ত্রী সুমাকুমারী, এবং তাঁর বাবা ও ভাইকে। তাঁরাও বারবার নেমে আসার জন্য অনুরোধ জানাতে থাকেন। শেষপর্যন্ত পরিবারের আবেদনে সাড়া দেন তিনি।

Road | newsfront.co
নিজস্ব চিত্র

কী কারণে ওই পুলিশকর্মী এমন ঘটনা ঘটালেন তা খতিয়ে দেখছে পুলিশকর্তারা। জেলার পুলিশ সুপার অমিত কুমার ভরত রাঠোর বলেন, ‘বিনোদ কুমার নামে একজন জুনিয়র কনস্টেবল আছেন। ওঁর একটু হ্যালুসিনেশন হয়েছিল। তার জন্য ফায়ারিং করেছে। কথাবার্তা বলে ওঁকে নামানো হয়েছে। আমরা বিষয়টি নিয়ে বিভাগীয় তদন্ত করে দেখছি।’

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here