ভোট পরবর্তী বিজেপি-তৃণমূল সংঘর্ষে উত্তপ্ত দাঁতন

0
80

নিজস্ব সংবাদদাতা,পশ্চিম মেদিনীপুরঃ

After election violence at dantan
উত্তেজনা।নিজস্ব চিত্র

ফের বিজেপি কর্মীকে মারধরের অভিযোগ শাসক দল তৃণমূলের বিরুদ্ধে।ঘটনা দাঁতন থানার অন্তর্গত ৬ নং চক ইসমাইলপুর গ্রাম পঞ্চায়েতের বরঙ্গী গ্রামে।

After election violence at dantan
শুভেন্দু পাত্র,স্থানীয় তৃনমুল নেতা।নিজস্ব চিত্র

প্রসঙ্গত,এই ঘটনার একদিন আগেই পাশের গ্রাম কুসুমিতে এক মহিলাসহ ৩ বিজেপি কর্মীকে মারধরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে।তার রেশ কাটতে না কাটতেই ফের আরেকবার বিজেপি কর্মীকে মারধরের অভিযোগ।

After election violence at dantan
চিকিৎসাধীন আক্রান্ত ঝাড়েশ্বর প্রামাণিক।নিজস্ব চিত্র

মারধরের ঘটনায় গুরুতর ভাবে আহত বিজেপি কর্মী ঝাড়েশ্বর প্রামাণিক ভর্তি দাঁতন গ্রামীণ হাসপাতালে।বিজেপি দলের অভিযোগ, সোমবার সন্ধ্যা নাগাদ বাড়ি ফেরার সময় বেশ কয়েকজন তৃণমূল কর্মী সমর্থক তাকে তুলে নিয়ে গিয়ে মারধর করে।গুরুতর আহত হলেও পাখির মতন হাসপাতালে আনার জন্য গাড়ি ও আনতে দেয়নি তৃণমূলের গুন্ডা বাহিনী।

After election violence at dantan
সিদ্ধার্থ ত্রিপাঠী,সহ সভাপতি জেলা যুবমোর্চা।নিজস্ব চিত্র

এদিকে অবশ্য তৃণমূল দাবি, করছে তাদের ঘরবাড়ি ভেঙে দেওয়া হচ্ছে এবং কিছু বিজেপির কর্মীরা বাইকে নিয়ে এলাকায় টহল দিচ্ছে এবং বাড়ি বাড়ি গিয়ে ধমকে আসছে।

আরও পড়ুনঃ প্রতিরোধের নামে ফের হিংসায় উস্কানিতে অভিযুক্ত দিলীপ,পাল্টা তৃণমূল

After election violence at dantan
নিজস্ব চিত্র

ঘটনার পর মৌখিকভাবে থানায় জানানো হলে দাঁতন থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়।পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ তুলে এবং পুলিশের সাথে তৃণমূলের অন্তরঙ্গতা থাকার কারণে বরঙ্গী গ্রামে দাঁতন থানার পুলিশকে ঢুকতে বাধা দেয় বিজেপি।এই ঘটনায় থানায় অভিযোগ জানাবে বিজেপি দল।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here