নিজস্ব সংবাদদাতা,পশ্চিম মেদিনীপুরঃ
ফের বিজেপি কর্মীকে মারধরের অভিযোগ শাসক দল তৃণমূলের বিরুদ্ধে।ঘটনা দাঁতন থানার অন্তর্গত ৬ নং চক ইসমাইলপুর গ্রাম পঞ্চায়েতের বরঙ্গী গ্রামে।
প্রসঙ্গত,এই ঘটনার একদিন আগেই পাশের গ্রাম কুসুমিতে এক মহিলাসহ ৩ বিজেপি কর্মীকে মারধরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে।তার রেশ কাটতে না কাটতেই ফের আরেকবার বিজেপি কর্মীকে মারধরের অভিযোগ।
মারধরের ঘটনায় গুরুতর ভাবে আহত বিজেপি কর্মী ঝাড়েশ্বর প্রামাণিক ভর্তি দাঁতন গ্রামীণ হাসপাতালে।বিজেপি দলের অভিযোগ, সোমবার সন্ধ্যা নাগাদ বাড়ি ফেরার সময় বেশ কয়েকজন তৃণমূল কর্মী সমর্থক তাকে তুলে নিয়ে গিয়ে মারধর করে।গুরুতর আহত হলেও পাখির মতন হাসপাতালে আনার জন্য গাড়ি ও আনতে দেয়নি তৃণমূলের গুন্ডা বাহিনী।
এদিকে অবশ্য তৃণমূল দাবি, করছে তাদের ঘরবাড়ি ভেঙে দেওয়া হচ্ছে এবং কিছু বিজেপির কর্মীরা বাইকে নিয়ে এলাকায় টহল দিচ্ছে এবং বাড়ি বাড়ি গিয়ে ধমকে আসছে।
আরও পড়ুনঃ প্রতিরোধের নামে ফের হিংসায় উস্কানিতে অভিযুক্ত দিলীপ,পাল্টা তৃণমূল
ঘটনার পর মৌখিকভাবে থানায় জানানো হলে দাঁতন থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়।পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ তুলে এবং পুলিশের সাথে তৃণমূলের অন্তরঙ্গতা থাকার কারণে বরঙ্গী গ্রামে দাঁতন থানার পুলিশকে ঢুকতে বাধা দেয় বিজেপি।এই ঘটনায় থানায় অভিযোগ জানাবে বিজেপি দল।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584