নিজস্ব সংবাদদাতা,মালদহঃ ভোট-পরবর্তী হিংসা অব্যাহত মালদা জেলায়। বুধবার দুপুরে জমি থেকে ফেরার পথে এক কংগ্রেস কর্মীকে তুলে নিয়ে গিয়ে মারধর এবং গুলি করার অভিযোগ উঠল তৃণমূল কর্মীদের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে, হরিশ্চন্দ্রপুর থানার গহমাবাদ এলাকায়। আক্রান্ত কংগ্রেস কর্মীকে ভর্তি করা হয়েছে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে।
বর্তমানে সেখানেই চলছে তার চিকিৎসা। জানা গিয়েছে,আক্রান্তর নাম নাইমুল হক(৪২)। বাড়ি হরিশ্চন্দ্রপুর থানার গহমাবাদ গ্রামে। অভিযুক্ত আনিমুল সেখ, ঈশা সেখ, মুশা সেখ সহ ৫ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের। অভিযুক্তরা তৃণমূল কর্মী বলে পরিচিত। কি কারনে হামলার ঘটনার তা তদন্ত শুরু করেছে হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ।
জানা গিয়েছে, নির্বাচনে বুথ দখলকে কেন্দ্র করে তৃণমূল কংগ্রেস এবং কংগ্রেসের মধ্যে বচসা শুরু হয়। সেই রেশ কাটতে না কাটতেই নতুন করে আবার হামলার অভিযোগ। ঘটনার তদন্ত শুরু করেছে হরিশচন্দ্রপুর থানার পুলিশ।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584