হাসপাতাল থেকে ছেড়ে দেওয়ার পর বাড়িতেই প্রসব প্রসূতির

0
144

শিবশংকর চ্যাটার্জ্জী,দক্ষিন দিনাজপুরঃ

After release from the hospital  delivery baby at home
নিজস্ব চিত্র

প্রসবের দেরি আছে বলে হাসপাতাল থেকে ছুটি দেওয়ার কিছুক্ষণ পর বাড়িতে প্রসব করলেন প্রসূতি।ঘটনায় চাঞ্চল্য বালুঘাট শহরের বঙ্গি এলাকায়।উঠছে চিকিৎসায় গাফিলতির অভিযোগও।

After release from the hospital  delivery baby at home
নিজস্ব চিত্র

জানা গিয়েছে,পেশায় টোটো চালক গোপাল প্রামানিক তার স্ত্রী রিমা মালি (২৬) গতকাল বিকেলে প্রসব যন্ত্রণা নিয়ে বালুরঘাট জেলা হাসপাতালে ভর্তি হন।অভিযোগ হাসপাতালের স্ত্রীরোগ বিশেষজ্ঞ প্রশান্ত সরকার প্রসবের দেরি আছে বলে জানান। এদিন সকালে রিমা দেবীকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়। রিমা দেবীকে বাড়িতে নিয়ে আসার কিছুক্ষণ পর বাড়িতেই প্রসব করেন তিনি।এরপরই এলাকায় চাঞ্চল্য ছড়ায়।

আরও পড়ুনঃ বন্ধ হয়ে যাওয়া সরকারি বাস চলুক দাবি স্থানীয়দের

অ্যাম্বুলেন্সকে ফোন করে আবার সন্তানসহ প্রসূতিকে হাসপাতালে ভর্তি করা হয়। ঘটনায় চিকিৎসকের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ তোলেন স্থানীয় বাসিন্দারা।
যদিও সংশ্লিষ্ট চিকিৎসক প্রশান্ত সরকার জানিয়েছেন তিনি প্রসূতিকে ছাড়তে চাননি।বাড়ির লোক জোর করে তার ছুটি নিয়েছে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here