বাবরি ধ্বংসে নিজের সম্মতিতে গর্বিত সাধ্বী

0
84

ওয়েবডেস্ক,নিউজফ্রন্টঃ

আবারও বিতর্কিত মন্তব্য করে শিরোনামে ভোপাল লোকসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী সাধ্বী প্রজ্ঞা ঠাকুর।সম্প্রীতি একটি টিভি চ্যানেলে দেওয়া তার এক সাক্ষাৎকারে বাবরি মসজিদ ধ্বংস প্রসঙ্গে তিনি জানান বাবরি মসজিদ ধ্বংস হওয়াতে তার সম্মতি ছিল। এবং এর জন্য তিনি গর্ববোধ করেন।

Again controversial comments by Pragya Singh Thakur
সাধ্বী প্রজ্ঞা ঠাকুর। ছবিঃ টুইটার

তিনি জানান,”অনুশোচনা কেন থাকবে।বরং অহংকার রয়েছে।কয়েকজন অনাকাঙ্ক্ষিত ব্যক্তি রাম মন্দিরে প্রবেশ করতে চেয়েছিল,আমরা তাঁদের সরিয়েছি।দেশের প্রতি সম্মান বোধ থেকেই এটা করেছি। এবার রাম মন্দির তৈরি হবে।”

পাশাপাশি তিনি আরও জানান,”কংগ্রেস ৭০ বছর ধরে শাসন করে কী করেছে তা দেখুন।এমনকি আমাদের মন্দির নিরাপদ ছিল না। বাবরি মসজিদের কাঠামো সংগ্রহ ও ধ্বংস করে হিন্দুরা দেশের শ্রদ্ধা জাগিয়ে তুলেছে। এই দেশে রাম মন্দির নির্মিত না হলে আর কোথায় হবে? ”

ভোপাল থেকে তার প্রার্থী হওয়া প্রসঙ্গে তিনি বলেন বলেন,”জনগণ আমার সাথে আছে।আমার প্রার্থী হওয়া তাদের অনুপ্রাণিত করেছে। সবাই আমাকে বলেছে যে, আমার নাম ভোপালের লোকসভা নির্বাচনের জন্য ঘোষিত হওয়ার পর থেকেই তাদের আত্মবিশ্বাস দ্বিগুণ হয়েছে।”

উল্লেখ্য কয়েকদিন আগে ২০০৮ সালে মুম্বাই সন্ত্রাস দমন শাখার দায়িত্ব থাকা অফিসার হেমন্ত কারাকারের মৃত্যু নিয়ে তিনি মন্তব্য করেছিলেন হেমন্ত কারাগারের মৃত্যু কার অভিশাপে হয়েছে।তার এই মন্তব্যের কারন মালেগাঁও বিস্ফোরণের সাথে প্রজ্ঞার নাম জড়িয়ে ছিল এবং এই মালেগাঁও বিস্ফোরণের বিশেষ তদন্তের দায়িত্বে ছিলেন হেমন্ত কারাকারে।প্রজ্ঞার অনুরোধ সত্ত্বেও হেমন্ত কারাগার তার বিরুদ্ধে তদন্ত করেছিলেন।

আরও পড়ুনঃ মুম্বাই জঙ্গি হানায় হেমন্ত কারকারের মৃত্যু তার অভিশাপে বলে দাবী সাধ্বী প্রজ্ঞার

সাধ্বী প্রজ্ঞা ঠাকুরের ওই বিতর্কিত মন্তব্যের জন্য নির্বাচন কমিশন ইতিমধ্যে তাকে নোটিশ পাঠিয়েছিল। কিন্তু নির্বাচন কমিশনের শ্রেণীটির কেউ অপেক্ষা করে আজ ফের বাবরি মসজিদ নিয়ে বিতর্কিত মন্তব্য করলেন ভোপাল লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী সাধ্বী প্রজ্ঞা ঠাকুর।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here